অপরিপক্ক তরমুজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, দিশেহারা ২ কৃষক
ভোলায় অপরিপক্ক তরমুজ কেটে দুই কৃষককে নিঃস্ব করার অভিযোগ উঠেছে। ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে মো. রিয়াজ ও মো. মাইনুদ্দিন ঢালি নামের দুই কৃষকের এক একর জমির তরমুজ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় কৃষক রিয়াজ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, তাদের প্রতি একর জমিতে তরমুজ চাষে খরচ হয়েছে ৯০ হাজার টাকা করে। অনেক পরিশ্রম ও ধার-দেনা করে তরমুজের চাষ করেছেন তারা । মো. মাইনুদ্দিন সাড়ে ৩ গন্ডা এবং রিয়াজ ৯ গন্ডা জমিতে তরমুজ চাষ করেছেন। তাদের ক্ষেতের এক একটি তরমুজ ওজনে ১৩ থেকে ১৪ কেজি ছিল। এখনও সেই ক্ষেত থেকে একবারও তরমুজ কাটেননি তারা।
কৃষক মো. রিয়াজ জানান, গতকাল রাতে ক্ষেতের কাছে ছিলাম। এশারের দিকে বাড়িতে আসছি। সকালে গিয়ে দেখি ক্ষেতের সবগুলো তরমুজ দুই টুকরা করে রেখেছে। আমার ৯ গন্ডা জমিতে তরমুজ কেটে ফেলেছে। ৯ গন্ডা জমিতে তরমুজ আবাদে আমার প্রায় ৮০ হাজার টাকার মতো খরচ হয়েছে।
কৃষক মাইনুদ্দিন বলেন, আমার সাড়ে ৩ গন্ডা জমির তরমুজ গতরাতে কে বা কারা যেন কেটে ফেলেছে। আগামী বৃহস্পতিবারে তরমুজ বিক্রি করার কথা ছিল। নয় গন্ডা জমিতে তরমুজ আবাদে আমার প্রায় ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে।
এ বিষয়ে নুরাবাদ ইউনিয়নের প্রোজেক্ট ম্যানেজার নুর নবী ডালী বলেন, কৃষক রিয়াজ ও মাইনুদ্দিনের ১ একর জমির তরমুজ গতরাতে কে বা কারা কেটে ফেলেছে। সকালে এ খবর শুনে তাদের ক্ষেত দেখতে গিয়েছি। সব তরমুজই দুই টুকরা করে ফেলেছে।
এ প্রসঙ্গে দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, এ ঘটনায় কৃষক রিয়াজ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, 'ঘটনাটি দুঃখজনক! দুইজন কৃষকের পরিশ্রম করা তরমুজ এভাবে যারা কেটে ফেলেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এসআইএইচ