প্রধানমন্ত্রীকে দেখতে সম্মেলনস্থলে নেত্রকোনার আব্দুল হাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য নেত্রকোনার পূর্বধলা থেকে ভ্যান চালিয়ে মধ্যরাতে সম্মেলনস্থলে আসেন আব্দুল হাই(৬৮)।
শনিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিশাল জনসভায় ভাষণ দিবেন। প্রধানমনত্রীর ভাষণ শুনতে এবং নেত্রীকে একটু দেখতে।শুধু শেখ হাসিনাকে একটু দেখার জন্যই আব্দুল হাইয়ের এই পরিশ্রম।
আব্দুল হাই ঢাকা প্রকাশকে বলেন, আমি ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য এভাবে ছুটে চলছি। টিভিতে খবর দেখে জানতে পারি নেত্রী ময়মনসিংহে আসছেন তখনই সম্মেলনে আসার প্রস্তুতি নিতে থাকি।
গতকাল সন্ধ্যায় আমি পূর্বধলা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেই এবং দীর্ঘ পথ পারি দিয়ে রাত ২টার দিকে সার্কিট হাউস মাঠে এসে উপস্থিত হই।
তিনি আরও বলেন, আমার পরিশ্রম তখনই স্বার্থক হবে যখন নেত্রীর দেখা পাবো। মন সেদিনই শান্ত হবে যেদিন আমি প্রাণের নেত্রীকে কাছ থেকে দেখতে পাবো।আমার অনেকদিনের লালিত স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যাকে দেখবো সেই স্বপ্ন নিয়েই রেঁচে আছি।
এএজেড