শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

'চাল নিলে তেল নিতে পারি না, তেল নিলে বাজার'

সুনামগঞ্জ সদর উপজেলার স্থানীয় বাসিন্দা বালু শ্রমিক মোহাম্মদ সাদ্দাজ হোসেন। তিনি আগের দিন রাত ২টায় নৌকা নিয়ে বের হয়ে যান সুরমা নদীতে। গভির রাত থেকে শুরু করে সারাদিন নদীতে বালুর কাজ করে বাড়ি ফিরেন পর দিন সন্ধ্যায়। কিন্তু পারিশ্রমিক পান মাত্র ৪০০টাকা। কিন্তু সুনামগঞ্জের বাজারগুলোতে হু হু করে বেড়েছে নিত্যপণ্যের দাম। পণ্যের মূল্যবৃদ্ধিতে বিপাকে পরেছেন বালু শ্রমিক মোহাম্মদ সাদ্দাজ হোসেন।

বালু শ্রমিক মোহাম্মদ সাদ্দাজ হোসেন ঢাকা প্রকাশ-কে বলেন, আমরা যা রোজি করি যা ইনকাম করি, এর থাকি বাজার দর বেশি। আমরা সারাদিন কাজ করে পাই ৪০০টাকা, কিন্তু চাউলের কুছি ১৩০টাকা, দুই কুছি চাউল কিনলে লাগে ২৬০টাকা। তাইলে আর থাকে কি? চাল নিলে তেল নিতে পারি না, তেল নিলে বাজার নিতে পারি না। তেলের দর দুইশ টাকা লিটার। চারশ টাকা জুরি করলে আরও দুইশ টাকা ঋন করা লাগে।

সুনামগঞ্জের বাজারগুলোয় দফায় দফায় বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। নিত্যপণ্যের দাম বাড়লেও আয় বাড়ছে না সাধারণ মানুষের। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপেমধ্যে পরেছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা। অধিক দামে পণ্য কেনার ক্ষমতা সুনামগঞ্জ জেলার বেশির ভাগ মানুষেরই নেই। রোজকার চাহিদা পূরণে গুনতে হচ্ছে পণ্যের অস্বাভাবিক দাম। পণ্যের মূল্যবৃদ্ধি বিপাকে ফেলেছে সুনামগঞ্জের হাওরপারের সাধারণ মানুষের জীবনযাত্রাকে।

সুনামগঞ্জের বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম বেড়ে এখন ২৫০ টাকা ছাড়িয়েছে। ব্রয়লার মুরগি কিনে পলিথিনে ভরছেন পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা অরবিন্দু রায়,তিনি গণমাধ্যেমকর্মী দেখে ছুটে এসে ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে সব কিছুর দাম বাড়িয়েছে। সাধারণ মানুষরা এখন আর মুরগ নেওয়ার মত ক্ষমতা নাই। সারাদিনে ৪শ ৫শ টাকা রোজি করে কিতা খাইবো। বাজারের সব জিনিসের দাম। আমরা সাধারণ মানুষরা কোনো মতে বেচে আছি, আমাদের জানে ধরিলার।

সুনামগঞ্জের বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে ১৫০ টাকা কেজির ব্রয়লার মুরগি এখন ২৪০ থেকে ২৫০ টাকায় দাঁড়িয়েছে। সোনালী মুরগি প্রতি কেজি ৩৪০ টাকা, লেয়ার মুরগি প্রতি কেজি ৬৫০টাকা, দেশি হাস ৬০০ টাকা থেক ৮০০টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। ৪০ টাকা দামের লাল ডিমের হালি কিনতে হয় ৬০-৬৫ টাকায়।

এছাড়া কাঁচাবাজারের দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের। মাত্র দুইদিনের ব্যবধানে কাঁচা মরিচে বেড়েছে ৪০টাকা। গত দুদিন আগে কাঁচা মরিচের প্রতি কেজি ছিলো ১০০টাকা সেটি আজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। বেগুন ৩০ থেকে ৪০টাকা, টম্যাটো,৩০টাকা, করল্লা ৫০টাকা, সিম ৩০ থেকে ৪০টাকা, লাল আলু ৪০, গাজর ৫০ টাকা, লেবুর হালি ৮০টাকা।

এদিকে চিনির দাম বেড়েছে আরও কয়েকদিন আগে, খুচরা বাজারে চিনি ১১০টাকা, চায়না রসুনের দাম বেড়ে ১৭৫টাকা, ধনিয়া ১৩০, চিড়া ৫৫, সাবু ১৩০, জিরা ৬০০, আদা ৯০ থেকে ১০০টাকা, এলাচি ১৭০০,দেশি পিয়াজ ৪০ টাকা। বেশন ৯৫টাকা।মুগডাল ১৩০টাকা, চানা ৮৫ থেকে ৯০টাকা বিক্রি হচ্ছে।

সুনামগঞ্জের জেল রোড এলাকার মুরগি ব্যবসায়ী লুৎফুর রহমান ঢাকা প্রকাশ-কে বলেন, মুরুগের খাদ্যের দাম বেড়েছে, বাচ্চার দাম বেড়েছে, এছাড়া সুনামগঞ্জের যে লোকাল মুরগি ছিলো তাও মারা গেছে। আমরা বাহির থেকে দামে কিনে আনে দামে বিক্রি করতে হচ্ছে। প্রতি কেজিতে আমাদের ১০টা ফায়দা হয়।

মুরগির দাম বাড়ার কারণ জানালেন ব্যবসায়ী আব্দুল মালেক। তিনি ঢাকা প্রকাশ-কে বলেন, মুরগির খাবারের দাম বাড়তি, বাচ্চার দাম বাড়তিতে। গত ১ বছর আগে মুরগির বাচ্চার দাম ছিলো ১৮০০ টাকা থেকে ২ হাজার টাকা। বর্তমানে দাম বেড়ে ৩৪০০ থেকে ৩৫০০ টাকা করছে। এছাড়া মুরুগের অন্যান মেডিসিনের দামও বাড়তি তাই দাম বাড়ছে। খাদ্যের দাম যদি দুই হাজার টাকার মধ্যে থাকে, বাচ্চার দাম যদি ২০ থেকে ৩০ টাকার মধ্যে থাকে তাহলে আমরা দোকানিরা দেশবাসীকে ১০০ টাকা কেজি দরে মুরগি খাবাতে পারবো। কিন্তু বর্তমান সরকারের এদিকে কোনো নজর নেই, বাজারের কাম কমাতে হলে সরকার একমাত্র হ্যাসারিতে গিয়ে তদারকি করতে হবে। তবে দাম নিয়ন্ত্রণে আসবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ব্যাপারে সুনামগঞ্জের নতুন বাজার এলাকার মেসার্স অনিল ষ্টোরের মালিক নিকসন রায় ঢাকা প্রকাশ-কে বলেন তিনি, দাম বস্তায় ৩০০ টাকা বেড়েছে। গত সপ্তাহের চিনির বস্তা বিক্রি করেছি ৫ হাজার টাকা সেই চিনি এখন ৫ হাজার ৩০০ টাকা। এছাড়া তেলের দাম বেড়ছে। চায়না রসুনের দাম বাড়তি। এসময় তিনি বলেন ডলার সংকটের কারণের মূলত সব কিছুর দাম বাড়ছে।

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ঢাকা প্রকাশ-কে বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যেসব অসাধুব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।
এএজেড

Header Ad
Header Ad

জামায়াত দাবি করে ২১ শে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের: রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি বলেছেন, জামায়াতে ইসলামীর দাবি তৎকালীন জামায়াতের প্রধান নেতা গোলাম আযমের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি।

তিনি বলেন, ‘ইতিহাসে এই প্রথমবার জামায়াতের নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে। এর কারণ জামায়াত মনে করে একুশে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের। কারণ তাদের প্রধানতম নেতা গোলাম আযম সাহেব ছিলেন ভাষা সৈনিক। এবং ঐ সময় তিনি ডাকসু'র নির্বাচিত সদস্য ছিলেন। ফলে জামায়াতের দাবি গোলাম আজমের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে। তাই আমরা এতদিন ভাষা আন্দোলনের যে ইতিহাস পড়ে এসেছি সেটাকে জামায়াত একটি নতুন রূপে উপস্থাপন করতে যাচ্ছে।’

জামায়াতের মুক্তিযুদ্ধ নিয়ে নতুন চিন্তাধারা সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘জামায়াত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নতুনভাবে চিন্তা করেন। মুক্তিযুদ্ধ কেন হয়েছিলো, কিভাবে হয়েছিলো। তারা কেন করেনি, এগুলো নিয়ে তারা একটা নতুন ইতিহাস রচনা করতে চায়। তারা একটা নতুন বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠা করছে। ফলে এতদিন যেই সর্বজনীন ইতিহাস রয়েছে, সেটার সাথে জামায়াতের নতুন ইতিহাসের একটা সংঘর্ষ চলছে।’

Header Ad
Header Ad

যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল পুড়িয়ে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ নেতার মোটরসাইকেলে আগুন। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে আব্দুল আলীম (৩০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। পরে জহিরুল ইসলাম নামে একজনকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ।

আহত আব্দুল আলীম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি এবং তিনি একই ওয়ার্ডের বাংগাল শেখের ছেলে।

এদিকে, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে লুৎফর রহমান নামে এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ যুবদলের নেতাকর্মীরা।

লুৎফর রহমান উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য পলাতক ছোট মনিরের কর্মী।

জানা যায়, গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তানিয়া খাতুন নূরানী মাদরাসার সামনে একদল দুর্বৃত্ত যুবদল নেতা আলীমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে বালুর স্তূপে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এরপর গোবিন্দাসী এলাকার জহিরুল নামে এক ব্যক্তিকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। পরেরদিন শনিবার সকালে গোবিন্দাসী যুবদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমানের মোটরসাইকেল পুড়িয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস উদ্দিন জানায়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোবিন্দাসী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীমকে হত্যার উদ্দেশ্য নিয়ে হামলা করেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের প্রস্তুতি নেওয়া হয়েয়েছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Header Ad
Header Ad

দীঘি নয়, ‘টগর’ সিনেমায় নায়িকা হচ্ছেন পূজা চেরী

প্রার্থনা ফারদিন দীঘি (বামে) এবং পূজা চেরী। ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই নির্মাতা আলোক হাসান ‘টগর’ সিনেমার মোশন পোস্টার প্রকাশ করে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে হইচই ফেলে দেন। মোশন পোস্টারে আদর আজাদ এবং প্রার্থনা ফারদিন দীঘির নাম ঘোষণা করা হলেও, এবার পরিবর্তন এসেছে।

জানা গেছে, দীঘির পরিবর্তে সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী।

চলচ্চিত্রের পরিচালক আলোক হাসান জানিয়েছেন, ১ জানুয়ারি সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারে দীঘির নাম থাকলেও, কিছু কারণবশত নায়িকা পরিবর্তন করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। আলোক হাসান বলেন, “আমরা মনে করি, পূজা চেরীকে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।”

‘টগর’-এর শুটিং শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, এবং পুরো ইউনিট শুটিংয়ের জন্য ঢাকা ছাড়বে দুদিন আগে। সিনেমাটি প্রযোজনা করছে এ আর মুভি নেটওয়ার্ক, যেখানে আদর আজাদ, পূজা চেরী ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

অভিনেতা আদর আজাদ বলেন, “গত চার মাস ধরে এই প্রজেক্টের সঙ্গে জড়িত। তবে মাঝখানে ‘পিনিক’-এর শুটিং করেছি। এখন অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে, এবং আমরা সবাই প্রোডাকশন ও কাজটি নিয়ে আশাবাদী।”

পূজা চেরী বলেন, “আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগে কাজ করেছি। প্রথমে এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং দেখার কারণে আমি সিনেমাটি করতে চাচ্ছিলাম না, তবে পরবর্তীতে টিম আমাকে গল্পটি বোঝালে এবং স্ক্রিপ্টের ডক্টরিং ও রিডিং সেশনে এটি ভিন্ন মাত্রা পাওয়ার পর আমি রাজি হয়ে যাই।”

সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্কের, এবং সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জামায়াত দাবি করে ২১ শে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের: রনি
যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল পুড়িয়ে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ
দীঘি নয়, ‘টগর’ সিনেমায় নায়িকা হচ্ছেন পূজা চেরী
নারী গোয়েন্দার প্রেমের ফাঁদে পড়ে ভারতের গোপন তথ্য ফাঁস (ভিডিও)
নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি নিহতদের পরিবারের
চলন্ত বাসে ডাকাতি-যৌন নিপীড়ন: মির্জাপুর থানার এএসআই বরখাস্ত
ছাত্রদের নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা
চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার
ময়মনসিংহে দেড় শতাধিক বিড়ালের মিলনমেলা
বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: অ্যাটর্নি জেনারেল
১৩ দিনের চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির
২৯ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশি ফার্ম: ট্রাম্প
ভয়াবহ সন্ত্রাসী হামলা: প্রাণে বাঁচলেন দিতি কন্যা লামিয়া
ফাগুনের দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
‘আমাদের অনেক বয়স হয়েছে, নবীন-তরুণরা দেশকে নতুন করে চিন্তা করছেন’
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান
চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩
আমরা কারো দাবার গুটি হবো না: জামায়াত আমির
গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা
সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি