যশোর জেনারেল হাসপাতালের ১২ চিকিৎসকের বিরুদ্ধে সমন জারি

যশোর জেনারেল হাসপাতালের বর্তমান ও সাবেক ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে সমন জারি করা হয় বলে জানা গেছে।
আরও জানা গেছে, আজ বুধবার (১৫ ফেব্রুয়ারী) সমনের কপি হাসপাতালের প্রশাসনিক শাখায় পৌঁছায়। এ বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।
সিভিল সার্জন জানান, হাসপাতালে রোগীর জখমি, মৃত ব্যক্তি ময়নাতদন্তসহ বিভিন্ন মামলার প্রতিবেদন দিয়ে থাকেন। পরবর্তীতে প্রতিবেদনের আলোকে আদালত চিকিৎসকের সাক্ষ্য (বক্তব্য) নেওয়ার জন্য তলব করেন। কিন্তু একাধিকবার স্বাক্ষ্য দিতে না যাওয়ার কারণে চুয়াডঙ্গা, যশোর ও নাড়াইলে আদালত অবমাননার অভিযোগে চিকিৎসকদের বিরুদ্ধে সমন জারি করা হয়। আগামী ৯ মার্চ চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং ১৪ মার্চ যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির হতে হবে।
হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা যায়, সমন পাওয়া চিকিৎসকরা হচ্ছেন মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান, যশোর জেনারের হাসপাতালে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, ঝিনাইদহ মেটসের পরিচালক ডা. আরিফ আহম্মেদ, নড়াইল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কাজল মল্লিক, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওহিদুজ্জামান ডিটু, শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউনুস আলী, সাবেক চিকিৎসক ডা. মুসতাঈন বিল্লাহ, ডা. হাসান মাহমুদ হাদী, সাবেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক, হাসপাতালে বর্তমানে কর্মরত ডা. কল্লোল কুমার সাহাসহ আরও তিনজন।
এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, চুয়াডাঙ্গা থেকে কোনো চিঠি আগে পাইনি। হাসপাতালের কাজ করতে গিয়ে আদালতে যাওয়া হয় না। সিভিল সার্জনের মাধ্যমে এবার প্রথম আদালতের চিঠি হাতে পেয়েছি। নির্ধারিত সময়ে আদালতে হাজির হবো।
তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, সিভিল সার্জনের অফিস থেকে পাঠানো আদালতের আদেশের কপি হাতে পেয়েছি। হাসপাতালের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে চিঠি দেওয়া হয়েছে।
এসআইএইচ
