উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট, অপেক্ষা ফলাফলের
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাসিন্দারা। এখন অপেক্ষা চলছে কে হাসবেন শেষ হাসি তা দেখার।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি জানান দিচ্ছিল কতটা আগ্রহী ছিলেন তারা। ৮০ বছরের বৃদ্ধা থেকে তরুণ ভোটার সবার চোখে মুখে ছিল আনন্দের ছোঁয়া। ভোটটা তাদের কাছে একটা উৎসব। সবাই নিজ নিজ ভোটার আইডি এনে এজেন্টদের মাধ্যমে চেক করে চলে যাচ্ছেন স্ব স্ব ভোট কক্ষে।
সকালে ইলেকট্রনিক ভোটিং মেশিনের জটিলতা নিয়ে নানা মহলে আলোচনা চলছিল। তবে বেলা বাড়ার সঙ্গে জটিলতা কিছুটা কমতে থাকে। যারা নির্বাচন পরিচালনা করেছিলেন তারাও পুরোপুরি দক্ষ হয়ে ওঠেন দ্রুতই।
রোববার সকাল ৮ টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। অপর দিকে বেলা ১১টায় দেওভোগ শিশুবাগ বিদ্যালয়ে ভোট দেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
দুজনই ভোট শেষে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে বিজয়ের মালা কার গলায় উঠবে তা সময়ই বলে দেবে। ফলাফল যাই হোক ভোটাররা ভোট দিতে পেরেই মহা খুশি।
একজন তরুণ ভোটার তানিয়া সুলতানা ভোট দেওয়ার পর বলেন, প্রথম ভোট দিলাম। খুব চমৎকার লেগেছে। আর ভোট দিতে আসার সময় দেখেছি অনেক মানুষের ভিড়। ভোটে যে এত উৎসব হয় জানা ছিল না।
একই কথা বলেন তোলারাম কলেজের শিক্ষার্থী রাবেয়া। তিনি বলেন, সবকিছু ভালো লেগেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের ওলিগলি ঘুরে দেখা গেছে, প্রতিটি মহল্লায় মানুষের ভিড়। যেহেতু ভোট তাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ছিল সাধারণ ছুটি।
তোলারাম কলেজ কেন্দ্র, নারায়ণগঞ্জ বার একাডেমি কেন্দ্র, খানপুর কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে বড় কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। শুধু বার একাডেমি কেন্দ্রে বিকাল ৩টার দিক দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
বার একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান ঢাকাপ্রকাশকে বলেন, সারাদিন দেখলাম নৌকা নৌকা করতে বিকাল ৩টার দিক ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থীর লোক আর লাটিম মার্কার প্রার্থীর লোকদের মধ্যে ধস্তাধস্তি।
ঘুড়ি মার্কার প্রার্থী সেলিম খান ও লাটিম মার্কার প্রার্থী শওকত হাসেমের সমর্থকদের মাঝে ঘটে এ ঘটনা।
মোস্তাফিজুর রহমান বলেন, ঘুড়ি মার্কার গোপন বুথে গিয়ে একজন ভোটারকে জোর করলে লাটিম মার্কার সমর্থকরা বাধা দেন। এরপর শুরু হয় ধস্তাধস্তি। পরে অতিরিক্ত ফোর্স ডাকলে দুই মিনিটের মধ্যে পরিবেশ শান্ত হয়। এ ছাড়া সারাদিন পরিবেশ শান্তিপূর্ণ ছিল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে এক সঙ্গে ভোট অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএম/এসএন