ফুটবল ম্যাচে সফলদের কাছে হারল ব্যর্থ প্রেমিকরা

আজ ১৪ই ফেব্রুয়ারি। বিশ্ব ভালবাসা দিবস। আর এই দিবস উপলক্ষ্যে নড়াইলের লোহাগড়ায় সফল প্রেমিক একাদশ বনাম ব্যর্থ প্রেমিক একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার গোপীনাথপুর থানাপাড়া যুব সংঘের আয়োজনে লক্ষ্মীপাশা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এসময় খেলার শুরুতে ভালবাসা ও বিরহের গান বাজিয়ে শুভসূচনা করা হয়। পরে কেক কেটে একাদশের নাম খচিত জার্সি পরে দুই দল মাঠে নামে। উক্ত খেলায় সফল প্রেমিক একাদশ ব্যর্থ প্রেমিক একাদশকে ২-০ গোলে পরাজিত করে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হলেও আমাদের কাছে প্রত্যেকটা দিনই মনে হয় ভালবাসা দিবস এজন্যেই আমাদের এ আয়োজন।
বিশ্বকাপের রানার্সআপ হওয়া যেমন এক উৎসব আর চ্যাম্পিয়ন হওয়া আরেক উৎসব। যারা বিশ্বকাপ পাইছে তারা বুঝবেনা আসলে না পাওয়ার যন্ত্রণা। আর যারা বিশ্বকাপ ফাইনালে উঠে রানার্সআপ হয়েছে তারা বুঝবে এর যন্ত্রণা।
এর মানে হলো এটা যে যারা প্রেমে সফল হয়েছে তারা ব্যর্থতার মর্ম বুঝবে না। আর যারা ব্যর্থ হয়েছে তারা বুঝবেনা সফলতার মানে।
এদিকে খেলা দেখতে আসা দর্শকরা জানান, এ আয়োজন আমাদের বেশ আনন্দ দিয়েছে। ব্যতিক্রমী এ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
এএজেড
