ভোটের পরিবেশ আপাতত ভালো দেখছি: তৈমুর
নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, ‘পরিবেশ আপাতত ভালো দেখছি।’
রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা ২৬ মিনিটে নারায়নগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দের ২০৩ নম্বর কক্ষে নিজের ভোট প্রদান করেন তৈমুর।
তৈমুর বলেন, ‘রাস্তায় পুলিশ আইডি কার্ড চেক করছে। আইডি কার্ডের জন্য রাস্তায় পুলিশ আটকাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই বহিরাগত যেন ঢুকতে না পারে।’
বিজয়ের বিষয়ে কতটা আশাবাদী এমন প্রশ্নের জবাবে তৈমুর বলেন, ‘লক্ষাধিক ভোটের পার্থক্য হবে। আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হব।’
কোনো কেন্দ্রে বাধার সম্মুখীন হয়েছেন কি না জানতে চাইলে বলেন, ‘শুধু সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন সেন্টারের ৫ নম্বর কেন্দ্রে আমার এজেন্টকে ঢুকতে দেয়নি। সেখানকার প্রিজাইডিং অফিসার বাধা দিয়েছে এই খবর পেয়েছি।’
আপনি যে কেন্দ্রে ভোট দিলেন সেই কেন্দ্রে নৌকার এজেন্ট নাই কেন এ বিষয়ে বলেন, ‘নৌকার এজেন্ট ঢোকে নাই এটা আমি খেয়াল করি নাই। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ভোটের পরিবেশ ভালো দেখছি। চূড়ান্ত ভালো হবে ভোট শেষ হওয়ার পর।’
এসএম/এনএইচবি/এমপি/এসএ/