'পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে'
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। তিনি বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে রুটিন তৈরি করে চলতে হবে। তাহলে সুস্থ জীবন-যাপনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের সাফল্যের সিঁড়িতে পৌঁছতে পারবে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের আয়োজিত বার্ষিক-ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
মেয়র মাসুম ভূঁইয়া আরও বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ভালোভাবে পড়তে হবে। পড়ালেখার বিকল্প নেই। স্কুল খোলা থাকলে রীতিমতো শ্রেণী কক্ষে উপস্থিতি থাকতে হবে। শ্রেণী কক্ষে মনোযোগী হয়ে, শিক্ষকদের কাছ থেকে প্রতিদিনের পড়া বুঝে নিতে হবে। স্কুল আসা-যাওয়ার পথে শৃঙ্খলা ভাবে চলাচল করতে হবে। কোনো ছাত্রীকে বখাটেরা উত্ত্যক্ত করলে সঙ্গে-সঙ্গেই শিক্ষকদের জানাতে হবে।
মেয়র মাসুম ভূঁইয়া লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। বার্ষিক এ খেলার মধ্যে রয়েছে- দৌড় প্রতিযোগীতা, দড়ি-লাফ, দীর্ঘ-লাফ, উচ্চ-লাফ, বর্শা-নিক্ষেপ, চাকতি-নিক্ষেপ, গোলক-নিক্ষেপ, চেয়ার-খেলা, স্মৃতি-পরীক্ষা যেমন খুশি, তেমন সাজসহ মোট ৩০টি ইভেন্টে এ খেলাগুলো দিনব্যাপী চলবে।
লাহারকান্দি উচ্চ বিদ্যালয়রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেনের নিমন্ত্রণে বার্ষিক-ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক আব্দুর গফুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা দ্বীন মোহাম্মদ, সিনিয়র শিক্ষক বেলায়েত হোসেন, আবুল খায়ের, দেলোয়ার হোসেন, কুসুম আক্তার, রোকেয়া আক্তার, জাকির হোসেন, আসাদুল ইসলাম, মো. আলী, মানজুর এলাহী, আসিফ ইকবাল শরীফ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।
এএজেড