ময়মনসিংহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গ্রেপ্তার

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ ও ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী সুলতান মাহমুদ ফকিরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
রবিবার (৫ জানুয়ারি) রাতে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১৪ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪ এর অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি জানান, রবিবার রাতে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকা থেকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক আসামি সুলতান মাহমুদ ফকিরকে গ্রেপ্তার করা হয়।
গত ২৩ জানুয়ারি সুলতান মাহমুদ ফকিরসহ ৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড এবং সংখ্যালঘু পরিবারে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে তাকে পৃথকভাবে আরও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এসজি
