চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ৬টি ভারতীয় এয়ারগান জব্দ

চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্তে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ারগান জব্দ করেছে বিজিবি । মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সীমান্তের ৮৫ নম্বর মেইন পিলারের কাছে বেদেপোতা মাঠে অভিযান চালিয়ে এয়ারগানগুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, বিশেষ সংবাদের ভিত্তিতে জানা যায় যে রাতে ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে একটি অবৈধ অস্ত্রের চালান দেশে ঢুকবে। এই খবর পেয়ে ফুলবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী বেদেপোতা মাঠ নামক স্থানে অ্যাম্বুশ করেন। আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুইজন ব্যক্তিকে মাথায় কার্টুন নিয়ে সীমান্ত পিলার ৮৬’র কাছ দিয়ে ভারত থেকে দেশে ঢুকতে দেখলে বিজিবির টহল দল চোরাকারবারিদের ধাওয়া করে। তখন চোরাকারবারিরা কার্টুন ফেলে দৌড়ে ভুট্টা ক্ষেতের মধ্যে পালিয়ে যায়। ফেলে যাওয়া ২টি কার্টুনের মধ্যে থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ারগান জব্দ করা হয়। এ বিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এসআইএইচ
