মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নারায়ণগঞ্জজুড়ে উৎসবের আমেজ

ভীতিহীন ভোটের প্রত্যাশা নগরবাসীর

শুক্রবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ ছিল মিছিল-মিটিংয়ের নগরী। শনিবার (১৫ জানুয়ারি) শহরের চিত্র ঠিক তার উল্টো। ব্যস্ত কোলাহল মুখর এক শহর। শহরের প্রাণকেন্দ্র চাষাড়া মোড় কিংবা রেলগেট এলাকা সর্বত্রেই মানুষের উপস্থিতি। মুখে মুখে আলোচনা আগামীকালের ভোট নিয়ে।

শীতলক্ষ্যার ওই পাড়ে একই চিত্র দেখা গেল। পাড়ার মোড়ে মোড়ে মানুষের আড্ডা, চায়ের দোকানগুলোতে তুমুল আলোচনা চলছে নির্বাচনকে ঘিরে। কে জিতবে, কে হারবে এমন হিসাব-নিকাশ কষছেন প্রার্থীদের কর্মী-সমর্থকরা। আর সাধারণ মানুষের ভাবনায় উঠে আসছে ভয়ভীতি, শঙ্কাবিহীন সুষ্ঠু, সন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টি। অবশ্য কেউ কেউ প্রশাসনের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তবে সবারই প্রত্যাশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আগামীকালের (রবিবার) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে বন্দর এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলছিলেন, এবার লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। কিন্তু উন্নয়ন ব্যক্তি ইমেজসহ নানান কারণে এগিয়ে আছেন সেলিনা হায়াৎ আইভী। তবে তৈমূর আলম খন্দকারও শক্তিশালী প্রার্থী।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে। এবার যেভাবে দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেরকম নির্বাচন কিন্তু নারায়ণগঞ্জে হবে না।

বন্দরের আমি এলাকার বাসিন্দা আকলিমা বেগম বলছিলেন, তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ডের বাবুরাইল এলাকার ভোটার। ষাটোর্ধ্ব এই নারী বললেন, এই ভোট নিয়ে মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আছে। কে পাস করেছে, কে ফেল করে তা বলতে পারব না তবে ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে হবে সেটা আমি বলতে পারি।

তিনি আরো বলেন, আমি সকালেই নিজের এলাকা বাবুরাইল এগিয়ে ভোট দিব।

একি এলাকার বাসিন্দা মন্টু দাস বলেন, এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেগুলো ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। এবার কি হয় দেখা যাক। তবে আমরা আশা করি শান্তিপূর্ণই হবে।

সিটি করপোরেশনের বেপারী পাড়ার বাসিন্দা হোসেন মোহাম্মদ লাল বলেন, উৎসব উৎসব আমেজ আছে। ভোট শান্তিপূর্ণ হলে কি হবে, যে মেশিনে ভোট নিবে আগে যেখানে ৫ হাজার ভোট কাস্ট হতো, এবার সেখানে মেশিনের কারণে ভোট কম পড়বে। কারণ মেশিনে ভোট দিতে অনেক সময় লাগে। আগে তো ব্যালট নিয়েই পছন্দের প্রার্থীকে সিল দিতাম। এবার সেটা হবে না।

২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকার বাসিন্দা রমজান মিয়া বলেন, এবারের ভোট নিয়ে কোন ভয়ভীতি নেই, শঙ্কা নেই। ভোটার কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছেমতো ভোট দিতে পারবেন। কোথাও থেকে কোনো বাধা-বিপত্তি আসবে না। সবার মাঝেই একটা উৎসব উৎসব ভাব আছে। মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও জানান তিনি।

এদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে আইভী যেহেতু সরকারি দলের প্রার্থী, সেহেতু প্রশাসন যদি আইভীর পক্ষে থাকে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে রমজান মিয়া বিশ্বাস করেন এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ তাতে প্রশাসন নিরপেক্ষভাবেই কাজ করবে, নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

একি এলাকার বাসিন্দা মফিজ উদ্দিন যোগ করেন, আগের দুই নির্বাচনে প্রশাসন কঠোর ও নিরপেক্ষ ছিল। আমরা আশা করছি আবারো একই ভূমিকা পালন করবে।

এনএইচবি/এসআইএইচ

Header Ad
Header Ad

বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা

বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আবদুল্লাহ আল খাসফি আল হামুদি। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে গমনিচ্ছুদের জন্য আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে টুরিস্ট ভিসা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'আমিরাতে কেবল বাংলাদেশিদের জন্য নয়; বরং বিভিন্ন দেশের ভিসা সাময়িক বন্ধ রয়েছে। এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। এখানে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই।’

সংবর্ধিত অতিথি মুশফিকুল ফজল আনসারি বলেন, ‘আমিরাত হচ্ছে শান্তিময় একটি দেশ। এই দেশে বাংলাদেশিসহ বিদেশিরা অত্যন্ত শান্তিতে বসবাস করছেন। দুই দেশের মধ্যে চমৎকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমিরাত ও বাংলাদেশের সমৃদ্ধিতে যৌথভাবে ভুমিকা রাখছেন বাংলাদেশি প্রবাসীরা। এর ধারাবাহিকতা বজায় রাখতে আমিরাতের কর্তৃপক্ষকে ভিসা চালুর ব্যাপারে অনুরোধ জানাচ্ছি৷ আশাবাদী শিগগিরই একটি ভালো সংবাদ পাওয়া যাবে।’

নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে মুশফিকুল ফজল আনসারি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তবর্তীকালন সরকারকে সহযোগিতা করতে হবে। ড. মুহাম্মদ ইউনূস পুরো পৃথিবীর কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আমরা গর্বিত এমন একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে।’

মুশকিকুল বলেন, ‘ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চাই কিন্তু কোনো অবস্থায় দাদাগিরি মেনে নেওয়া হবে না। বিএনপি-জামায়াতসহ বিরোধী দলসমূহের ১৬ বছরের আন্দোলন ও সর্বশেষ ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। পালালেও ক্ষমতা দখল করে ১৬ বছর যে অপরাধগুলো করেছে সেইসব অপরাধের বিচার হবে ইনশাআল্লাহ।’

তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখার অনুরোধ জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। সাংবাদিক মামুনুর রশীদ ও রাসেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের দূতালয় প্রধান আশফাক হোসেন, প্রধান বক্তা ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব ও ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সালাম খাঁন, বক্তব্য রাখেন, ড. রেজা খান, ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, রাজা মল্লিক, ইয়াকুব সৈনিক, সাংবাদিক শিবলী আল সাদিক।

এতে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তাফা মাহমুদ, মির কামাল, শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার করিমুল হক, জাহাঙ্গীর রুপু, স্বপ্না মনি, মাহে আলম প্রমুখ।

Header Ad
Header Ad

এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

দেশের আলোচিত-সমালোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ছয় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল ও ইছানগরে কর্ণফুলী নদীর পাড় এবং বাঁশখালীর গণ্ডামারায় কারখানাগুলোর অবস্থান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয়।

এতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।

বন্ধ ঘোষণা করা ৬ কারখানা হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (নফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।

বেলা সাড়ে তিনটার সময় কালারপুল এলাকায় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডে গিয়ে দেখা যায়, শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন। তারা আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার–পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা বলেন।

এর আগে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ডিজিএফআইয়ের সহায়তায় কয়েকটি ব্যাংক দখল করার পর ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীরা ‘অন্তত’ ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নিয়েছেন।

Header Ad
Header Ad

বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

বিজিবির সাবেক মহাপরিচালক মো. মইনুল ইসলাম। ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে স্ত্রীসহ কানাডার উদ্দেশ্যে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম।

তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।

২০১৫ সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভিসা
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
উদ্বোধনের দিনেই বগি সেটে সমস্যা, শিডিউল বিপর্যয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’
গাইবান্ধায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে নিরাপদ পানির নামে ৪ কোটির অধিক টাকা ভাগাভাগি
১৭ বছর পর কারামুক্ত হয়ে যা বললেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু
শেখ হাসিনাকে ফেরত আনলে বিচারটা ভালোভাবে করা যাবে: তাজুল ইসলাম
‘আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না, আমি একজন উপদেষ্টা’
নওগাঁয় পুলিশ সুপারের সাথে রেফারি এসোসিয়েশনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
ঢাবিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি আহ্বান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুযোগ নেই
‘দেশে দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটি সেনাবাহিনী আরেকটি জামায়াত’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ঢাকা মহানগর, জবি, পলিটেকনিক ও পাঁচটি কলেজে ছাত্রদলের কমিটি
আবু সাঈদ ফ্রান্সে আছে দাবিতে গোলাম মাওলা রনির নামে ভুয়া মন্তব্য প্রচার
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে পুড়িয়ে গুম করার চেষ্টাকালে যুবলীগ নেতার ছেলে আটক
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সাগর-রুনি হত্যা: ১১৪ বার পেছালো তদন্ত প্রতিবেদনের তারিখ
সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের ১ ঘন্টা কর্মবিরতি পালন
সিলেট সীমান্তে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ
৬ সংস্কার কমিশন শিগগিরই প্রস্তাব জমা দেবে: বদিউল আলম