মেহেরপুরের জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ২

মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমিরসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, রেজিস্ট্রার খাতা ও ধর্মীয় বইসহ দলীয় বই জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে উপজেলা জামায়াতের আমির খাঁন জাহান আলী (৪৫) ও গোপালনগর গ্রামের আজিল শেখের ছেলে জামায়াত নেতা হাবিবুর রহমান (৩৮)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন জামায়াতের ১৫-২০ নেতা-কর্মী। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ২ জনকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসজি
