বেনাপোলে ১ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ জব্দ

যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে থেকে পাচারকারীর ফেলে যাওয়া ১০টি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে পুলিশের একটি অভিযানিক দল স্বর্ণের বারগুলি জব্দ করে। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে স্বর্ণ পাচারকারীর একটি চক্র সাদিপুর সীমান্ত দিয়ে বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে সাদিপুর সীমান্তের ব্রিজের কাছে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পোর্ট থানা পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের মধ্যে তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়ার জানান, স্বর্ণ পাচারকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসআইএইচ
