সারাদেশ নিয়ে আরও পড়ুন
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
উদ্বোধনের দিনেই বগি সেটে সমস্যা, শিডিউল বিপর্যয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’
গাইবান্ধায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে নিরাপদ পানির নামে ৪ কোটির অধিক টাকা ভাগাভাগি
নওগাঁয় পুলিশ সুপারের সাথে রেফারি এসোসিয়েশনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
দেশের আলোচিত-সমালোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ছয় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল ও ইছানগরে কর্ণফুলী নদীর পাড় এবং বাঁশখালীর গণ্ডামারায় কারখানাগুলোর অবস্থান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয়।
এতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।
বন্ধ ঘোষণা করা ৬ কারখানা হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (নফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।
বেলা সাড়ে তিনটার সময় কালারপুল এলাকায় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডে গিয়ে দেখা যায়, শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন। তারা আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার–পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা বলেন।
এর আগে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ডিজিএফআইয়ের সহায়তায় কয়েকটি ব্যাংক দখল করার পর ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীরা ‘অন্তত’ ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নিয়েছেন।
সারাদেশ নিয়ে আরও পড়ুন
উদ্বোধনের দিনেই বগি সেটে সমস্যা, শিডিউল বিপর্যয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’
গাইবান্ধায় জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে নিরাপদ পানির নামে ৪ কোটির অধিক টাকা ভাগাভাগি
নওগাঁয় পুলিশ সুপারের সাথে রেফারি এসোসিয়েশনের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে পুড়িয়ে গুম করার চেষ্টাকালে যুবলীগ নেতার ছেলে আটক
আরও পড়ুন
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
বিজিবির সাবেক মহাপরিচালক মো. মইনুল ইসলাম। ছবি: সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে স্ত্রীসহ কানাডার উদ্দেশ্যে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম।
তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।
২০১৫ সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
জাতীয় নিয়ে আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরত আনলে বিচারটা ভালোভাবে করা যাবে: তাজুল ইসলাম
‘আমি এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য না, আমি একজন উপদেষ্টা’
আবু সাঈদ ফ্রান্সে আছে দাবিতে গোলাম মাওলা রনির নামে ভুয়া মন্তব্য প্রচার
সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের ১ ঘন্টা কর্মবিরতি পালন
৬ সংস্কার কমিশন শিগগিরই প্রস্তাব জমা দেবে: বদিউল আলম
উদ্বোধনের দিনেই বগি সেটে সমস্যা, শিডিউল বিপর্যয়ে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’
বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হল ‘রুপসী বাংলা এক্সপ্রে’, প্রথম দিনেই শিডিউল বিপর্যয়। ছবি: ঢাকাপ্রকাশ
দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা নতুন রুটে যাত্রীবাহী ট্রেন 'রুপসী বাংলা এক্সপ্রেস' চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চলাচল উদ্বোধন করেন।
দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশী যাত্রীরা। তবে এই খুশির মধ্যেই ঘটে গেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রথম দিনেই বগি সেটে সমস্যা দেখা দিয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেসের। বর্তমানে বেনাপোলে ফিট দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে ট্রেনটি।
এদিকে প্রথম দিনেই দেরিতে ছাড়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অপরদিকে রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটির যশোরের ঝিকরগাছা উপজেলার 'ঝিকরগাছা রেলস্টেশনে' যাত্রা বিরতির দাবিতে সর্বস্তরের জনগণ রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
উল্লেখ্য, বেনাপোল থেকে মাত্র পৌনে ৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে এই আনন্দে ভাসছে বেনাপোলবাসী। আজ বিকেল সাড়ে ৩টায় ছাড়ার কথা থাকলেও ৪টা ৪০ মিনিটে উদ্বোধনের পর ৪টা ৫০মিনিটে লোকাল যাত্রীসহ ৯৮৭ জন যাত্রী নিয়ে বেনাপোল থেকে ছেড়ে গেল রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি জানান রেলওয়ের বেনাপোল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, মঙ্গলবার ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে বেনাপোল ও খুলনায় নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হল। বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে যাতায়াত করবে। নতুন এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকা পৌঁছানো যাবে।
তিনি বলেন, বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে।পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল নতুন রুটে যাত্রীদের বেনাপোল যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে। ৮২৭/৮২৮ 'রূপসী বাংলা এক্সপ্রেস' ট্রেনটি ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছেছে। বিকেল সাড়ে ৩ টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এই ট্রেনটির বিরতি স্টেশন যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন।
তিনি আরও বলেন, ট্রেনের আসন সংখ্যা ৭৬৮ এবং সাপ্তাহিক বন্ধ সোমবার।২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে। ৭৬৮ আসনের ট্রেনটির ভাড়া নির্ধারণ করা হয়েছে বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ার ৪৫৫, স্নিগ্ধা ৭৫৫, এসি সিট ৯০৫ এবং এসি বার্থের ভাড়া এক হাজার ৩৫৫ টাকা। সব শ্রেণির ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।
এদিকে 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে বেনাপোল থেকে ছেড়ে যাবে। এই ট্রেনটি যশোর জংশন, মোবারকগজ্ঞ, কোর্টচাদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাচ্ছে।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মতিয়ার রহমান বলেন,স্বল্প সময়ে ট্রেনে আরামদায়ক ভ্রমণে যাত্রীর সংখ্যা যেমন বাড়বে তেমনি আমদানিকৃত পণ্য এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য কম সময়ে ঢাকায় পৌঁছে যাবে।ফলে নানা দিক থেকে উপকৃত হবেন এ অঞ্চলের মানুষ।
একজন আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী আনম ফয়সল বলেন, ব্যবসার কাজে আমাকে প্রায়ই ঢাকায় যাতায়াত করতে হয়।বাস ভ্রমণের থেকে ট্রেন ভ্রমণ সব সময় আরামদায়ক এবং নিরাপদ। নতুন রুটের এই ট্রেন আমাদের জন্য দারুণ সুখবর। আমরা দিনে দিনে ঢাকায় কাজ শেষ করে বেনাপোলে ফিরতে পারব।
বেনাপোলের রাফছান জামি রাব্বি বলেন, ইতিহাসের সাক্ষী হলাম বেনাপোল ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে প্রথম দিনের যাত্রী হলাম।হাজার হাজার মানুষের উৎসাহ উদ্দীপনা দেখলাম বেনাপোল রেলস্টেশনে।
বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান,বর্তমানে বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকা-বেনাপোল রুটে 'বেনাপোল এক্সপ্রেস', খুলনা-কলকাতা রুটে 'বন্ধন এক্সপ্রেস' ও খুলনা-বেনাপোল রুটে 'বেতনা এক্সপ্রেস' সার্ভিস চালু রয়েছে। আগে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতু হয়ে ঢাকায় যেত। ২ নভেম্বর থেকে পদ্মা পাড়ি দিয়ে বেনাপোল এক্সপ্রেস ঢাকায় চলাচল শুরু করেছে। পদ্মা পাড়ির সুযোগে রেল ভ্রমণে যাত্রীর সংখ্যা সামনের দিনে আরও বাড়বে। নতুন 'রুপসী বাংলা' এক্সপ্রেস চালু হলে ঢাকা-বেনাপোলের দূরত্ব ও সময় অর্ধেকে নেমে আসবে।