আখেরি মোনাজাত দুপুর ১২টায়, ইজতেমায় মুসল্লিদের ঢল
টঙ্গীর তুরাগ নদীর তীরে সাদ অনুসারীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।
এ ব্যাপারে মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, রবিবার দুপুর ১২টার আখেরি মোনাজাত। মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন মাওলানা ইউসুফ কান্ধলভী।
তিনি আরও বলেন, রবিবারের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন।
রবিবার বাদ ফজর দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়। তাৎক্ষণিক তা বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল।
এদিকে টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান গণমাধ্যমকে জানান, আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-টঙ্গী, ময়মনসিংহ-টঙ্গী ও টাঙ্গাইল-টঙ্গী রুটে ১৩টি অতিরিক্ত ট্রেন চলাচল করবে। এ ছাড়াও এই রুটে চলাচলরত সব ট্রেন টঙ্গী রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করবে।
গত বৃহস্পতিবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত বিরামহীনভাবে মেট্রোরেলে যাত্রী পরিবহন করা হবে। এ জন্য ওই দিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।
এসআইএইচ