বেনাপোলে পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল বিদেশি মদসহ পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বেনাপোলের সাদীপুর পশ্চিমপাড়ার শহিদুল ইসলামের ছেলে রাকিবুজ্জামান দিপু (১৯), কাগমারী গ্রামের রুহুল আমিনের ছেলে হাবিবুর রহমান (১৮), একই গ্রামের মুছা করিমের ছেলে আশিক হোসেন (১৯), দক্ষিণ বারপোতা গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে সায়েদুল ইসলাম (৩৭), দিঘীরপাড় গ্রামের মৃত আমজাদ মোড়লের ছেলে আনিসুর রহমান (৪০), কাগমারী (হঠাৎপাড়া) মৃত আ. হামিদের ছেলে শাহ আলম (৩৩), বারপোতা গ্রামের আলী হোসেনের ছেলে আবদুল্লাহ (২৯), শিকড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোশারেফ হোসেন ওরফে ঘেনা (৩৫), দিঘীরপাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে রাসেল (২২)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত এসব আসামিরা বেনাপোলের বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। পুলিশের একটি অভিযানিক দল দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে আসামিদের পুলিশি নিরাপত্তায় যশোর আদালতে সোপার্দ করা হয়েছে।
এসজি
