মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'ইসাডো'।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ইসাডোর কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আশাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় জেলা শিশু কর্মকর্তা আহাম্মদ আল হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম ও ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মো. বাকের উপস্থিত ছিলেন।
ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মো. বাকের বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমার প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি গরিব ও অসহায় শিশুদের শীতের পোশাক দেওয়া হয়েছে।
এসজি
