এস এম সুলতানের জন্মজয়ন্তীতে নড়াইলে লাঠি খেলা

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলার দ্বিতীয় দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও তৈলাক্ত কলাগাছে ওঠার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) বিকেলে নড়াইলের কুড়ির ডোব মাঠে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ঐতিহ্যবাহী এসব খেলা দেখতে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ভিড় করেন।
জানা গেছে, ১৪ দিনব্যাপী মেলায় লাঠিখেলা ও তৈলাক্ত কলাগাছে ওঠা, চিত্রপ্রদর্শনী, চিত্রাঙ্কন, আবৃত্তি, সুলতানের জীবনাদর্শের উপর আলোচনাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। আগামী ২০ জানুয়ারি মেলা শেষ হবে। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন পণ্যের ৯২টি স্টল বসেছে। চিত্রপ্রদর্শনীতে শিশুশিল্পীসহ দেশি-বিদেশি দেড় শতাধিক চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন।
একুশে ও স্বাধীনতা পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। শোকাবহ আগস্ট এবং বর্ষার প্রভাব থাকায় প্রতি বছর শীত মৌসুমে সুলতান মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এদিকে, এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। সুলতানের বাসভবন চত্বরে তাকে দাফন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, সুলতান মেলার গ্রামীণ উৎসব আয়োজন পরিষদের সদস্য সচিব আব্দুর রশিদ মন্নু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাসসহ আরও অনেকে।
এসএন
