চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মারামারিতে সমাবেশ পণ্ড
দুই গ্রুপের মারামারির কারণে চট্টগ্রাম নগরের সিডিএ আবাসিক মাঠে দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। মারামারি কারণে সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে।
বুধবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে সভা পণ্ড হয়ে যায়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে দলের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে লাঞ্ছিত করেন বিএনপির একদল কর্মী।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মারামারির কারণে শেষ মুহূর্তে সমাবেশ অনেকটা পণ্ড হয়ে যায়। দক্ষিণ জেলা বিএনপির ডাকা ওই সমাবেশে বেশ কিছু সময় ধরে মারামারি চেয়ার ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে কিছু কর্মী বিএনপির সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে লাঞ্চিত করে। তারা তার কাপর টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তবে এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি।
এ ব্যাপারে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আহবায়ক আবু সুফিয়ান বলেন, সমাবেশে কোন ধরনের মারামারি হয়নি। সমাবেশের শেষ পর্যায়ে মঞ্চ ভেঙে পড়েছিল। এজন্য কিছু সময় হট্টগোল হয়েছিল। আমাদের কর্মীরা কোন ধরনের মারামারির সাথে যুক্ত ছিলনা। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সমাবেশে কিছু হাতাহাতি হয়েছে স্বীকার করে পটিয়া উপজেলা বিএনপির এক নেতা বলেন, সমাবেশে আনোয়ার সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পটিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান জুয়েলকে দেখে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের ক্ষোভ ছিল দীর্ঘদিন নেতাকর্মীদের খোঁজ খবর না নেওয়া নিয়ে। তাদের সামনে দেখে ক্ষোভ বেড়ে যায়। এ নিয়ে একটু গন্ডগোল হয়েছে। এটা ছাড়া বড় ধরনের মারামারি কিংবা সংঘর্ষ কিছুই হয়নি।
দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, দক্ষিণ জেলা বিএনপির ওই সমাবেশে আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও কর্ণফুলী উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। সভায় দক্ষিণ জেলার নেতাদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক উপস্থিত ছিলেন। সভায় সভাপত্বি করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।