সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ১২কেজি রুপা জব্দ
সাতক্ষীরায় ৩৩ বিজিবি ব্যাটলিয়নের পৃথক অভিযানে প্রায় ১২ কেজি রুপার গহনা জব্দ ও শামীম হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক শামীম হোসেন সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত মহব্বত সরদারের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র পিআরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে জেলা সদরের ঝাউডাঙগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক প্রশান্ত কুমারের নেতৃত্বে বিজিবি সদস্যরা কলারোয়ার রাইটা এলাকায় অভিযান চালায়।
এ সময় ৯ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা জব্দ ও শামীম হোসেনকে আটক করা হয়। আটক গহনার দাম ১২ লাখ ৬১ হাজার টাকা, তিনি জানান।
অন্যদিকে মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা কুলিয়ামোড় নামক স্থানে অভিযান চালিয়ে ১ কেজি ৯৫০ গ্রাম রুপার গহনা জব্দ করেন যার রুপার দাম ২ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
উভয় ঘটনায় জব্দকৃত রুপার গহনাসমূহ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে। আটক শামীম হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ সীমান্ত এলাকা হতে ভারতীয় রুপার গহণাসমূহ আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএমআই/এমএমএ/