বিএনপির গণসমাবেশ মাঠ ফাঁকা, সড়কে ভিড়!
কুমিল্লায় বিএনপির গণসমাবেশ চলাকালে এক পর্যায়ে সমাবেশস্থল টাউন হল মাঠের এক তৃতীয়াংশ ফাঁকা হয়ে পড়ে। সমাবেশকে কেন্দ্র করে গত দুইদিন ধরে টাউনহল মাঠসহ আশপাশের এলাকায় জনসমাগোম রাতে তৈরি হলেও সমাবেশের দিন দুপুরের দিকেই ফাঁকা হয়ে পড়ে কুমিল্লা টাউন হল মাঠ। প্রচন্ড রোদ ও অতিরিক্ত গরমের কারণে সমাবেশে আসা নেতা-কর্মীরা সড়কের পাশে বিভিন্ন বহুতল ভবনের সামনে কিংবা ছায়া-শীতল এলাকায় গিয়ে অবস্থান নিতে থাকেন।
এসময় টাউন হল মাঠের পূর্ব ও দক্ষিণ দিকের একাংশ খালি দেখা যায়। তবে দুপুরের পর যখন দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেন তখন পুনরায় ভর্তি হয়ে উঠে টাউন হল মাঠ। শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা ১১টায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির সমাবেশ। কিন্তু সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর বেলা ১২টার দিকে ফাঁকা হতে থাকে মাঠ। বেলা ১টা ৫ মিনিটে মঞ্চে আসেন প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখনও মাঠের এক তৃতীয়াংশ জায়গা ফাঁকা ছিলো। এসময় কান্দিরপাড়ের আশপাশের এলাকাগুলোতে নেতা-কর্মীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
দুপুরে কান্দিরপাড় এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, কান্দিরপাড় থেকে শাসনগাছা সড়কের বাদুরতলা, রানির বাজার সড়কের নজরুল এভিনিও, টমসনব্রিজ সড়কের রামঘাট, চকবাজার সড়কের মনোহরপুর, ভিক্টোরিয়া কলেজ সড়ক এবং জিলাস্কুল সড়কের নিউমার্কেট পর্যন্ত নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
পরে বিকাল পৌনে তিনটার দিকে যখন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা মঞ্চে বক্তব্য দিতে আসেন, তখন পুনরায় টাউন হল মুখী হতে থাকেন। এরপর রোদের তাপ কিছুটা কমলে সমাবেশস্থলে লোকজন ফিরতে শুরু করেন। তখনও রাস্তায় এবং মোড়ে মোড়ে নেতা-কর্মীদের অবস্থান দেখা গেছে।
পরে নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে সমাবেশে নেতা-কর্মীদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ সমাবেশ পন্ড করে ছাত্রনেতাকে হত্যা করেছে, বিভিন্ন স্থানে ভয়-ভীতি দেখিয়েছে। কিন্তু আপনারা সকল ভীতি উপেক্ষা করে সমাবেশ সফল করেছেন।
শুক্রবার থেকে বিভিন্ন জেলা থেকে যে পরিমাণ মানুষ এই কুমিল্লা টাউনে এসেছে, তা সংখ্যায় গুনা যাবে না। আজকের এ সমাবেশ শহরের কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়েছে। মানুষ তাদের প্রতিবাদ জানাতে এসেছে।
এএজেড