বাগেরহাটে বীজ ও সার পেল দেড় হাজার কৃষক
বাগেরহাটে দেড় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক-কৃষানীদের হাতে বীজ ও সার তুলে দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, বাগেরহাট কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মোতাহার হোসেনের, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
রবি মৌসুমে গম, ভূট্টা, মরিচ, সূর্যমুখী ও খেসারী ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ১ হাজার ৪৩০ জন কৃষকের মাঝে ২হাজার ৩১০ কেজি বীজ, ১৪ হাজার ৮০০ কেজি ডিএপি ও ১৪ হাজার ২৫০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এএজেড