হরিণাকুন্ডুতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ৯ নভেম্বর (বুধবার) ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপিত হবে। আর এই মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা সাংবাদিকদের সঙ্গে এক সভার আয়োজন করেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউএনও সুস্মিতা সাহা জানান, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়ন থাকবে। এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানগুলো), শিক্ষা, দক্ষতা, উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে উপস্থাপন করা হবে।
মেলার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়াও মেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। মেলায় থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা। মেলায় সরকারি-বেসকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক প্রতিনিধি, মহিলা সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
সভায় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম, সহসভাপতি মাহবুব মুরশেদ শাহিন, মাহফুজুর রহমান উদয়, শিশির পারভেজ, এইচ মাহবুব মিলু, রাব্বুল হোসেন প্রমুখ।
এসজি