ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ

ভোলা-বরিশাল মানুষের জন্য সহজ যোগাযোগ মাধ্যম নৌ-পথের স্পিডবোট। কোনও ঘোষণা ছাড়াই হঠাৎ করে স্পিডবোট চলাচল বন্ধের ধর্মঘট শুরু করেছে মালিকরা। তবে কী কারণে তাদের এই ধর্মঘট তা জানানো হয়নি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে শনিবার (৫ নভেম্বর) পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বরিশাল স্পিডবোট ঘাটের লাইন ইনচার্জ তারেক শাহ
তিনি জানান, ভোলার ভেদুরিয়া ঘাটে যাত্রীদের সঙ্গে স্পিডবোট মালিক-চালকদের ঝামেলা হয়েছে। তাই হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কারণ এটিই নাকি তা তিনি নিশ্চিত নয় বলে জানান।
এর আগে গত ২৬ অক্টোবর বরিশালে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস ধর্মঘটের ঘোষণা দেয় বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। ঘোষণা অনুযায়ী আগামী দুই দিন(৪ ও ৫ নভেম্বর) বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সকল ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়াও থ্রি-হুইলার চালকদের নির্যাতন বন্ধসহ ৫ দফা দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে আলফা, সিএনজি-ইজিবাইক শ্রমিক ও মালিক সমিতি।
এদিকে আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ। তাই এ সমাবেশকে বানচাল করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এ ছাড়াও ওই সমাবেশকে ঘিরে লঞ্চ চলাচলও যেকোনো সময় বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ বানচাল করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ৫ নভেম্বর বিএনপির সমাবেশে যাতে কেউ না আসতে পারে তাই আগামী ৪ ও ৫ নভেম্বর বাস বন্ধ রাখার জন্য এই তালবাহনা শুরু করছে।
তবে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একে এম জাহাঙ্গীর হোসাইন দাবি করেন, এই ধর্মঘটের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
বিএনপি নেতা মনিরুজ্জামান আরও বলেন, আমাদের নেতা-কমীরা নিজ নিজ উদ্যোগে আসতে শুরু করেছেন। সব বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু উদ্যানের গণসমাবেশে জনসমুদ্রের জোয়ার হবে।
এসআইএইচ
