চাকরি জাতীয় করণের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের আদেশ দিলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। ফলে এ বাহিনীর চাকরি জাতীয় করণের দাবিতে সারাদেশের ন্যায় জয়পুরহাটে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান কর্মসূচি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের চত্তরে জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ প্রায় ৩ শতাধিক গ্রাম পুলিশ সদস্য মানববন্ধনে অংশ করেন।
তারা বলেন, আমরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাসহ ইউনিয়ন পরিষদে কর্মরত আছি। গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্বের সঙ্গে সবসময় কাজ করে আসছে। আমাদের রাত্রিকালীন পাহারায় থাকতে হয়, গ্রাম আদালত পরিচালনার সময় থাকতে হয়, আইনশৃঙ্খলা রক্ষা করতে এবং সকলের নিরাপত্তার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে কাজ করতে হয়।
এছাড়াও তারা বলেন, গ্রাম পুলিশদের জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক। হাজার হাজার গ্রাম পুলিশ না খেয়ে আছে।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তারা বলেন, 'বঙ্গবন্ধুর এই কাজটা সম্পূর্ণ করুন'। মানববন্ধন কর্মসূচি শেষে জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের নিকট স্মরকলিপি প্রদান করা হয়েছে।
এএজেড