ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে ৩নং সতর্ক সংকেত রয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমেদ।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। তাই আমরা জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সকালে কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে অবস্থিত পর্যটকদের নিয়ে সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে এসেছে কর্ণফুলী এক্সপ্রেস। এ মুহূর্তে জাহাজ সাগরের মাঝে রয়েছে। সন্ধ্যার পরে জাহাজটি কক্সবাজারে পৌঁছার কথা রয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩নং সতর্কতা সংকেত দেখানো হয়েছে।
এসজি
