শিক্ষার্থীর মৃত্যু: রামেকের বিরুদ্ধে মামলায় যাচ্ছে রাবি
গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গোলাম মোস্তাকিম শাহরিয়ারের মৃত্যু ও হাসপাতালে হামলার ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রামেক হাসপাতাল প্রশাসনের পর এবার মামলার প্রস্তুতি নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও হাসপাতালের মামলার আবেদন এখনও নথিভুক্ত হয়নি। এর মধ্যে ইন্টার্ন চিকিৎসকদের দাবি পূরণ না হওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
হাসপাতালের উদ্ভুত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহতের ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়াও হাসপাতাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে থানায় অভিযোগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অন্য আরেক তদন্ত কমিটির মাধ্যমে মৃত শাহরিয়ারের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের তদন্ত করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভা শেষে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
তিনি বলেন, বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের উপর তলা থেকে পড়ে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্টাফদের সঙ্গে উদ্ভুত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী গুরুতর জখম হয়ে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, সেদিন হাসপাতাল স্টাফদের চিকিৎসায় অবহেলার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে বিতর্কিত কিছু ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। তাই এসব সার্বিক বিষয় খতিয়ে দেখতে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন এবং হাসপাতালে শিক্ষার্থী আহতের ঘটনায় জড়িত সংশ্লিষ্টদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসক আরও বলেন, মৃত শাহরিয়ার হলে কিভাবে পড়ে মারা গেলেন এর কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি আভ্যন্তরীণ কমিটি গঠন করবে হল কর্তৃপক্ষ। যারা তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, শাহরিয়ার ছাদ থেকে পড়ে মারা গেছেন এটা সত্য। কিন্তু কীভাবে পড়েছেন সেটা প্রশ্ন। নিজে লাফ দিয়েছেন, অসতর্কতায় পড়েছেন নাকি অন্য কেউ ফেলে দিয়েছে তা তদন্ত করা হচ্ছে। গোপনে ঘটনা তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রাবির মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার। গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। পরে রাবি শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতাল স্টাফদের সঙ্গে বিতর্কে জড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে ভাঙচুরসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। এ ঘটনায় দুইপক্ষের বেশ কয়েকজন আহত হন।
এসআইএইচ