কমিটি নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জের হোসেনপুরে নবগঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হোসেনপুর-নান্দাইল সড়কের কোর্ট বিল্ডিং এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সকালে নবগঠিত হোসেনপুর উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। একই সময়ে উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে। এতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
পরে হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঝের সড়কে ইটপাটকেল, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এসময় এক পথচারীর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। সংঘর্ষে দুইপক্ষের অন্তত ২০ নেতা-কর্মী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোর্ট বিল্ডিংয়ের সামনে ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। হামলা ও সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও ইয়াসিন আরাফাত শুভকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন।
গত ৬ অক্টোবর দুপুরে কিশোরগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে পদবঞ্চিত নেতা-কর্মীদের একাংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রুত কমিটি বাতিলের দাবি জানান ও নবঘোষিত কমিটি ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী বলে দাবি করেন হোসেনপুর উপজেলা ছাত্রলীগের একাংশ। কমিটিতে বিবাহিত, অছাত্র, মাদকাসক্ত ও বিএনপি-জামায়াতের অনুসারীদের রাখা হয়েছে বলেও অভিযোগ তাদের।
এসজি