দুর্গাপূজায় হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের ভিড়

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গত বছর করোনা ভাইরাসের কারণে ভালো পূজা করতে পারেনি দেবী ভক্তরা, এবার করোনা ভাইরাস কম থাকায় অনেক আনন্দ ও মজা করছে।
দুর্গাপূজা শুরুর পরপরই দেশের বিভিন্ন এলাকা থেকে মাইক্রো সিএনজি নানান রকম ভাবে ঘূরতে ও দেখতে আসতিছে দর্শনার্থীদের। বাংলাদেশ সীমান্তে যেমন ভিরড় তার পাশাপাশি ভারতে সীমান্তে ও উপচে পরা ভিড় কেউ এসেছে ভারতীয় আত্নিয়স্বজনের সাথে দেখা করতে কেউ এসেছে ভারতের পূজা দেখার জন্য।
বিজিবি ও বিএসএফ কঠোর ডিউটির কারণে কাছে থেকে দেখতে না পারায় দূর থেকে হাতের ইশারায় চোখের ইঙ্গিতে কথা বলতে হচ্ছে দর্শনার্থীদের। আমরা এই প্রথম হিলি সীমান্তে ঘুরতে এসেছি এসে অনেক ভালো লাগতেছে কিন্তু কাছে যেতে পারতেছিনা। এজন্য একটু মনটা খারাপ।
গতবার তাও কিছুটা কাছে গেল ও এবার আর কাছ থেকে দেখা যাচ্ছে না। সীমান্ত থেকে ভারতের আমাদের আত্মীয় স্বজনকে দেখতেছি অনেক ভালো লাগতেছে। পূজার কারণে ছুটি পাই যার কারণে প্রতিবছরই হিলি সীমান্তে ঘুরতে আসি।
এএজেড
