৬ষ্ঠ দিনের উদ্ধার অভিযানে মেলেনি কোন মরদেহ

পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে নৌকা ডুবির ঘটনায় টানা উদ্ধার অভিযানের ৬ষ্ঠ দিনে দুইটি বাইসাইকেল ও একটি হলুদ রঙের শাড়ি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকা থেকে ৪০০ মিটার দূরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসব উদ্ধার করে। তবে এ দিন বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ ৩ জনকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসে সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ও রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরী দল। পঞ্চগড় থেকে দিনাজপুরের চিরিরবন্দর পর্যন্ত করতোয়া নদীর বিভিন্ন স্থানে তাদের উদ্ধার অভিযান চলছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মো মাহবুবুল ইসলাম বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে টানা ৬ষ্ঠ দিনের মত উদ্ধার অভিযান চলছে।
আজকে আমাদের ডুবুরী দল দুইটি বাইসাইকেল ও একটি শাড়ি উদ্ধার করেছে। আমরা চেষ্টা করছি নিখোঁজ ৩জনের মরদেহ উদ্ধারের। শেষ মানুষটির মরদেহ না উদ্ধার করা পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে।
এএজেড
