প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আটকা পড়া জেলেদের ফেরত চায় পরিবার

গভীর সমুদ্রে নিম্নচাপের কারণে গত ১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত ট্রলার ডুবে ভাসতে ভাসতে দেশের জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পরা জেলেদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বরগুনার পাথরঘাটার ১৭ জেলে পরিবার। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে এ হস্তক্ষেপ কামনা করেন জেলে পরিবারের সদস্যরা।
নিখোঁজ জেলেদের পরিবার সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসের ১৮ তারিখ হঠাৎ করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শুরু হয়। এর কয়েকদিন আগে এই উপকূলের জেলেরা তাদের ট্রলারে রসদ নিয়ে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়।
এদিকে নিম্নচাপ শুরু হলে সাগর উত্তাল হয়ে পড়ায় কয়েকটি ট্রলারডুবির ঘটনা ঘটে। তখন ডুবে যাওয়া ট্রলার গুলোর অধিকাংশ জেলেরা সমুদ্রে ভাসতে থাকে। তারা ৩৬ ঘণ্টা ভাসার পরে বাংলাদেশি জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের একটি জাহাজ তাদের উদ্ধার করে। তারা ভারতের কাকদ্বীপের বুদ্ধপুর এলাকার কৃষ্ণ আশ্রয়ন কেন্দ্র অবস্থান করছেন। সেখানে উদ্ধার হওয়া জেলেদের ৩ বেলা খাবার, চিকিৎসা ঠিকমতো না দেওয়ায় আরো অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে সরকারের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন জেলে পরিবারগুলো।
জেলে ফিরোজ ও হাসানের মা ফিরোজা বেগম বলেন, ‘প্রথমে মনে করছিলাম ওরা আর বেচে নেই। অনেকদিন পরে জানতে পেরেছি ওরা ভারতে আছে। প্রধানমন্ত্রী আপনিতো একজন মা, সেই মা হিসেবে আপনি আপনার ছেলেদের ফিরিয়ে এনে দিন।’
জেলে রফিকুল ইসলামের স্ত্রী হাফিজা বেগম বলেন, ‘সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন পার করছি। টাকার অভাবে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে।’
ভারতে আশ্রয় কেন্দ্রে থাকা এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. নাসির উদ্দিন মুঠোফোনে জানান, হঠাৎ ঝড়ের কবলে পরে তাদের ট্রলার ডুবে যায়। এরপর ৩৬ ঘণ্টা ভাসমান থাকা অবস্থায় ভারতীয় কোস্টগার্ডের একটি জাহাজ তাদের উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে যেখানে তাদেরকে রাখা হয়েছে। তিনি বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন, যাতে তাদেরকে দ্রুত ফিরিয়ে নিয়ে আসেন।
এ ব্যাপারে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, জেলেদের কাগজপত্র ভারতীয় দূতাবাসে জমা দেওয়া হয়েছে। ভারতে গিয়ে জেলেদের খোঁজ-খবরও নিয়েছি। আমরাও সরকারের হস্তক্ষেপ কামনা করছি, যাতে ভারতে অশ্রয় নেওয়া জেলেরা দ্রুত দেশে ফিরে আসতে পারে।
এসআইএইচ
