পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নারী-শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে।
নৌকাডুবির ঘটনায় এখনো অর্ধশতাধিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো অর্ধশতাধিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মালম্বীদের শুভ মহালয়া উপলক্ষে রবিবার বিকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকা দিয়ে নদী পার হয়ে পূজা আর্চনায় যোগ দিতে যাচ্ছিলেন ভক্তরা। পরে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারে কাজ চলছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছে।
এসজি