'রেডক্রিসেন্ট সদস্যরা জীবনের তোয়াক্কা করে না'
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বাংলাদেশ রেডক্রিসেন্টের সদস্যরা জীবনের তোয়াক্কা করে না। তারা দেশের যেকোন দুর্যোগ ও মহামারীতে মানুষের পাশে এসে দাঁড়ায়। রেড ক্রিসেন্টের সদস্যরায় ফ্রন্টলায়নার। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের লামা উপজেলার ২নং লামা সদর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে ইকোনোমিক সিকিউরিটি (ইকোসেক) প্রজেক্ট বাংলাদেশ রেডক্রিসেন্টে বান্দরবান ইউনিটের আয়োজনে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
৬ বারের নির্বাচিত এ সাংসদ বলেন, প্রধানমন্ত্রী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেন। এদেশের উন্নয়ন, সম্প্রীতি এখনো বজায় আছে। এদেশে আরো কাজ হবে আরো উন্নয়ন হবে । আজকে দেশ তলাবিহীন ঝুড়ি নয়। আজকে দেশের কীভাবে উন্নয়ন হলো সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে বিদেশিরা জানতে চায়। আজকে দেশ হলো উন্নয়নের রোল মডেল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট, বান্দরবানের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, পরিচালক (সিডি বিভাগ) মোঃ বেলাল হোসেন।
মন্ত্রী আরো বলেন, অতীতের সরকার বিধবা মায়েদের কথা চিন্তা করে নাই। আজকে বয়স্ক, বিধবা ভাতা, ভিজিএফ -ভিডিএফ, বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি সহ বিভিন্ন ভাতা দিচ্ছেন। মানুষের কথা চিন্তা করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী বলেন, অতীতের সরকার জনবান্ধব নয়। অতীতের সরকার কোন উন্নয়ন করনি। বর্তমান সরকারের সময়ে প্রত্যেক উপজেলায় স্কুল, কলেজ, ফায়ার সার্ভিস হয়েছে। প্রতিটি ইউনিয়নে হয়েছে উন্নয়ন।
রেডক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা, বান্দরবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার সহ প্রমূখ।
উপকারভোগীদের উদ্দেশ্যে মন্ত্রী বীর বাহাদুর বলেন, একজন আরেকজনের ভাগ্যপরিবর্তন করতে পারে না। নিজেকে পরিবর্তন করতে হবে। রেড ক্রিসেন্ট থেকে টাকা দেয়া হয়েছে। এই অর্থ কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করতে হবে। অনুষ্ঠান শেষে মন্ত্রী ১২৯ জন সুফলভোগীকে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ (চেক) বিতরণ করেন।
এএজেড