শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

জলবায়ুর প্রভাবে বাধাগ্রস্ত ইলিশ উৎপাদন

নোয়াখালীর হাতিয়া, লক্ষ্মীপুর ও চাঁদপুরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে প্রমত্ত মেঘনা। এর মধ্যে লক্ষ্মীপুরের (রামগতি, কমলনগর, সদর ও রায়পুর) চারটি উপজেলার ৩৭ কিলোমিটার মেঘনার মোহনা। যা ইলিশ প্রজনন ও উৎপাদনের মূল কেন্দ্র। এখানকার ইলিশ ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে বছরে হাজার হাজার কোটি টাকা আয় করে মৎস্য পেশার সঙ্গে জড়িতরা।

তবে গত কয়েক বছর ধরে ভরা মৌসুমে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। জেলেদের জালে যে পরিমাণ ইলিশ ধরা পড়ে তার ৭০-৮০ শতাংশই সামুদ্রিক।

সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্র থেকে মেঘনায় প্রবেশের মূল চ্যানেলসহ নদীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ছোট-বড় অসংখ্য ডুবোচর। এতে সমুদ্র থেকে মেঘনায় মা ইলিশসহ ছোট-বড় ইলিশ আসা-যাওয়ায় বাধাগ্রস্ত হয়ে ফিরে যাচ্ছে। অন্যদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাবের কারণে মেঘনায় ইলিশের প্রজননও দিনদিন হ্রাস পাচ্ছে।

জানা যায়, বঙ্গোপসাগর থেকে দেশে জাতীয় মাছ ইলিশ প্রবেশের একমাত্র পথ মেঘনা নদীর এ চ্যানেলটি। এ নদী হয়েই ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ পদ্মা নদীসহ দেশের বিভিন্ন নদ-নদীতে প্রবাহিত হয়। কিন্তু মেঘনার মূল প্রবেশ পথের চ্যানেলটির বিভিন্ন স্থানে পলি জমে ডেগার চর, ডুবোচর সৃষ্টি হয়ে আছে। ফলে সমুদ্রের ইলিশ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। এতে যেমন সমুদ্র থেকে মা ইলিশ ডিম ছাড়ার জন্য মেঘনার মিঠা পানিতে প্রবেশ করতে পারছে না তেমনি মেঘনার নতুন ইলিশের পোনাও বড় হওয়ার জন্য সমুদ্রে যেতে পারছে না। বর্ষা মৌসুমে অনাবৃষ্টি, মিঠা পানির স্তর কমে যাওয়া ও অতিরিক্ত তাপমাত্রার ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে। যার প্রভাব পড়ছে মেঘনায় আবদ্ধ ইলিশ ও ইলিশের পোনার উপর। আর নিষিদ্ধ সময়গুলোতে নদীতে মাছ শিকার নিষেধ থাকলেও অবাদে মা ইলিশ ও জাটকা নিধন করছে অসাধু জেলেরা। যার ফলে দিনদিন মেঘনা থেকে সুস্বাদু এ ইলিশ হারিয়ে যাচ্ছে। যার প্রভাব পড়ছে দেশের অন্যান্য নদ-নদীতেও। তাই ড্রেজিংয়ের মাধ্যমে নদীর খননসহ মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন রোধে সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

লক্ষ্মীপুরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিক জালাল বলেন, দেশের দীর্ঘতম ও গভীরতম নদী হিসেবে ধরা হয় মেঘনাকে। ইলিশও গভীরতম পানির মাছ। সমুদ্র থেকে আসা ইলিশ মেঘনার মিঠা পানি থেকে খাবার আহরণের পর খুবই সুস্বাদু হয়ে উঠে। লক্ষ্মীপুর জেলায় ৬টি নদীর মধ্যে ইলিশ উৎপাদন ও প্রজনন হয় একমাত্র মেঘনা নদীতেই। দেশে ইলিশ উৎপাদন ও প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার তীর এলাকা।

মেঘনায় ইলিশ উৎপাদন কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, নদীর পানিতে যে পরিমাণ নিউট্রিয়েন্ট (পুষ্টি) প্রয়োজন মাটি-বালিতে মিশ্রিত হওয়ায় সেই পরিমাণ নিউট্রিয়েন্ট পায় না ইলিশ। নদীতে বা সাগরের পানিতে এক প্রকার ফাইটোপ্লাংটন থাকে, যা সূর্যের আলোতে খাবার তৈরি করে জোপ্লানের জন্য, আর জোপ্লানগুলো নিউট্রিয়েন্ট হিসেবে খেয়ে বড় হয় মাছ। যা সম্পন্ন হয় প্রাকৃতিক উপায়ে। নদীতে ডুবোচর থাকায় সমুদ্র থেকে ইলিশ প্রবেশে বাধা সৃষ্টি করে। আবার অনাবৃষ্টির কারণে পানি কমে ওই ডুবোচরগুলো ভেসে উঠে। এতে মাটির উপস্থিতি বেশি হলে সূর্যের আলো পানিতে প্রবেশে বাধা সৃষ্টি হয়। ফলে নিউট্রিয়েন্ট ঘাটতি দেখা দেয়। তাই নদী খনন করা খুবই প্রয়োজন।

মো. রফিক জালাল বলেন, অভয়াশ্রম মৌসুমে অনেক সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার ট্রলার নিয়ে নদীতে নেমে যায় জেলেরা। এতে ইলিশের চলাচলের পথটি বাধাগ্রস্ত করলে মাটি-বালিতে পানি গোলাটে হয়। এতেও নিউট্রেয়েন্ট না পাওয়ায় ইলিশের ক্ষতি হয়। এজন্য মেঘনার ইলিশের বয়স বাড়লেও ওজন বা সাইজ বাড়ে না। অন্যদিকে ট্রলারের বিকট শব্দে ভয়ে ইলিশ সমুদ্রের দিকে পালিয়ে যায়।

দেশের ৬টি অভয়াশ্রম স্পটের মধ্যে লক্ষ্মীপুর-চাঁদপুরের ১০০ কিলোমিটারকে অন্যতম হাব উল্লেখ করে এ বিশ্লেষক বলেন, এক একটি মা ইলিশ ১০-২০ লাখ ডিম ধারণের ক্ষমতা রাখে। অভয়াশ্রম মৌসুমে সমুদ্র থেকে মা ইলিশ ডিম ছাড়তে মেঘনায় প্রবেশ করে। এজন্য মার্চ-এপ্রিল দুই মাস নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এসময় জেলেদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ভিজিএফ কার্ডের আওতায় চার মাস ৪০ কেজি হারে চাল দেওয়া হয়। এ ছাড়া বর্তমানে জেলার চারটি উপজেলায় জেলেদের জন্য ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে’র আওতায় গাভি বাছুর বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্রুড ইলিশ বা মা ইলিশের সর্বোচ্চ প্রজননের মৌসুম অক্টোবর মাসের ২২ দিন। (মধ্য আশ্বিন-মধ্য কার্তিক) অমাবস্যা-পূর্ণিমার অবস্থান বুঝে বিশ্লেষকরা জেলেদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করেন। মা ইলিশ সংরক্ষণের জন্য সামুদ্রিক অভিযান হিসেবে ২০ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত মাছ ধরার উপর সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞার সময় জেলেরা যেন নদীতে মাছ ধরতে না পারে এজন্য অভয়াশ্রম এলাকায় ৫ জন করে পাহারাদার রয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর অংশে দু’জন। এ ছাড়া জাটকা সংরক্ষণের জন্য সাধারণভাবে (নভেম্বর-জুন) ৮ মাস জাটকা আহরণ ও ক্রয়-বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের পরিকল্পনা সরকারের হাতে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ১০ বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে ৫ হাজার ৩০৬.৫ মেট্রিক টন। ২০১০-১১ অর্থবছরে জেলায় জেলেদের জালে ধরা পড়েছে ১৯ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ। যা উৎপাদন বৃদ্ধি হয়ে গত ২০২১-২২ অর্থবছরে ২৪ হাজার ৫০৬.৫ মেট্রিক টন ইলিশ লক্ষ্মীপুরের জেলেদের জালে ধরা পড়ে। উৎপাদিত এ ইলিশের ৭০ শতাংশ সামুদ্রিক মাছ বলে ধারণা করছে মৎস্য বিভাগ।

বিশ্লেষণে দেখা যায়, ২০১১-১২ অর্থবছরে ২০ হাজার ৮৬০ মেট্রিক টন ইলিশ উৎপাদন হলেও পরবর্তী বছর থেকে ইলিশের উৎপাদন কমতে থাকে। ২০১২-১৩ অর্থবছরে ১৭ হাজার ১৮ মেট্রিক টন, ২০১৩-১৪ অর্থবছরে ১৮ হাজার ৭৬৫ মেট্রিক টন। তবে ২০১৪-১৫ অর্থবছরে ইলিশ উৎপাদন ৭ হাজার ২৩৫ টন কমে যায়। ওই বছর ইলিশের উৎপাদন ১১ হাজার ৫৩০ মেট্রিক টনে দাঁড়ায়। একই পরিস্থিতিতে ২০১৫-১৬ অর্থবছরে ইলিশ উৎপাদন হয় ১১ হাজার ৮০২ মেট্রিক টন। ২০১৬-১৭ অর্থবছরে ইলিশের উৎপাদন ক্রমেই বাড়তে থাকে। সে হারে ১৬-১৭ অর্থবছরে ১৮ হাজার ৩০০ মেট্রিক টন, ২০১৭-১৮ অর্থবছরে ১৭ হাজার ৫৭৯ মেট্রিক টন, ২০১৮-১৯ অর্থবছরে ২০ হাজার ৯৯০ মেট্রিক টন, ২০১৯-২০ অর্থবছরে ২০ হাজার ৩৮০ মেট্রিক টন, ২০২০-২১ অর্থবছরে ২০ হাজার ৫৩৫ মেট্রিক টন ও ২০২১-২২ অর্থবছরের জুন পর্যন্ত ২৪ হাজার ৫০৬.৫ মেট্রিক টন ইলিশ লক্ষ্মীপুরের জেলেদের জালে ইলিশ ধরা পড়ে।

উপকূলীয় এলাকায় মাছ উৎপাদন ও বিক্রির বিষয়ে কথা হলে জেলে ও মাছ ব্যবসায়ীরা জানান, ভরা মৌসুমে মেঘনায় ইলিশ পাওয়া যায়নি। বঙ্গোপসাগরে লঘুচাপে উপকূলীয় এলাকায় নদীর পানি বাড়ায় এবং টানা বৃষ্টিতে গত ১ সপ্তাহ ধরে সমুদ্রের ইলিশ মেঘনায় আসতে শুরু করেছে। যা জেলেদের জালে ধরা পড়ছে। এদিকে এ খবরে মাছঘাটগুলোতে ক্রেতারা ভিড় জমাচ্ছে। মতিরহাট মাছঘাটে ৭০০-৮০০ গ্রামের ইলিশের হালি ২৫০০-৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও ১ কেজি ওজনের বেশি ইলিশের হালি ৭৫০০-৮০০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে ওই পরিমাণের ইলিশের দাম কিছুটা কমতে দেখা গেছে। তবে বড় ইলিশের চেয়ে ঘাটে জাটকার সংখ্যায় বেশি রয়েছে।

কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটের আড়তদার ও চরকালকিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান লিটন বলেন, জ্যৈষ্ঠ-ভাদ্র চার মাস ইলিশ ধরার মৌসুম। পুরো মৌসুমে মেঘনায় ইলিশ না পাওয়ায় জেলেরা সমুদ্রে মাছ ধরে সমুদ্রের পাড়েই বিক্রি করে। এতে মাছ নিয়ে ঘাটে না আসায় আড়তদাররা লোকসানে পড়ছে। তবে শেষ কয়েকদিনের বৃষ্টিতে সমুদ্রের পাশাপাশি মেঘনায়ও বেশকিছু ইলিশ পাওয়া যাচ্ছে। তবে আগামী অক্টোবর মাসে ২২ দিন অভিযান শুরু হলে মাছ ধরাও বন্ধ থাকবে। ধারদেনা করে এ খাতে বিনিয়োগ করে বিপাকে পড়ছেন তারা।

মেঘনায় ইলিশ উৎপাদন কমে যাওয়ার দুটি কারণ উল্লেখ করে তিনি বলেন, মেঘনা নদীর রামগতি, আলেকজান্ডার, কমলনগর উপজেলার চর ফলকন, মাতাব্বরহাট, মতিরহাট, সদরের মজুচৌধুরীর হাট চ্যানেল ও রায়পুরসহ বিভিন্ন পয়েন্টে ডুবোচর সৃষ্টি হয়ে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে চলাচল করতে গিয়ে লঞ্চ ও ফেরিও আটকা পড়ে। ইলিশ মাছ বাধাগ্রস্ত হবে না কেন? এ ছাড়া অনাবৃষ্টিসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেঘনার ইলিশ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। মেঘনায় ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডুবোচরগুলো চিহ্নিত করে নদী খননের দাবি জানান তিনি।

জেলে ও ব্যবসায়ীদের কথায় স্বীকৃতি দিয়ে লক্ষ্মীপুর রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, রামগতি উপজেলায় জেলেদের আহরিত ইলিশের ৭০ শতাংশই সামুদ্রিক। ইলিশ মূলত গভীর পানির মাছ। লক্ষ্মীপুরের মেঘনায় প্রচুর ডুবোচর এবং সময়মতো বৃষ্টি না হওয়ায়, মিঠাপানি কম থাকায় সমুদ্র থেকে মেঘনায় ইলিশ আসতে পারেনি। তাই মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়েনি। তবে গত কয়েকদিন আবার টানা বৃষ্টির কারণে মেঘনায় পানি বাড়তে শুরু করায় মাছ কিছুটা পাওয়া যাচ্ছে। মেঘনায় ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দ্রুত খনন করা জরুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তা ছাড়া মেঘনাকে ইলিশ প্রজননের উপযোগী রাখতে নদীতে তেল, মবিল ও পলিথিনসহ ক্ষতিকর বর্জ্য না ফেলতে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার করা হয়ে থাকে।

এদিকে কমলনগর প্রেসক্লাবের সভাপতি (সচেতনমহল) এমএ মজিদ বলেন, এ অঞ্চলের লাখ লাখ মানুষের জীবিকা ইলিশের সঙ্গে জড়িত। এ থেকে প্রতিবছর প্রায় ৭ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। বর্তমানে মেঘনা নদীতে ইলিশ উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ যে চ্যানেল দিয়ে সমুদ্র থেকে মেঘনায় ইলিশ প্রবেশ করে ওই চ্যানেলের পুরোটাই ডুবোচর ও ডেগাচরে ভরে গেছে। এতে ইলিশ বাধাপ্রাপ্ত হয়ে সমুদ্রে ফিরে যায়। আবার যেসব মা ইলিশ মেঘনায় ডিম ছাড়ে, ডিম থেকে সৃষ্ট পোনাগুলো আবার সমুদ্রে যেতে পারে না। আর সমুদ্রে পোনা যেতে না পারলে ইলিশ কখনোই বড় হয় না। এজন্য আমাদের এ মেঘনায় যে ছোট ইলিশের পেটে ডিম দেখা যায়, সেসব ইলিশের বয়স হয়েছে। ডুবোচরের কারণে এ মাছগুলো বিশাল জলরাশিতে যেতে পারেনি। ইলিশ উৎপাদনের মূল বাধাটি হলো ডেগাচর এবং ডুবোচর। তাই নদীটি ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এনে ডুবোচর ও ডেগার খনন করা জরুরি। এতে মেঘনায় ইলিশের উৎপাদন কয়েকগুণ বেড়ে যাবে এবং সরকার এ খাত থেকে বিশাল অংকের রাজস্ব আহরণ করতে পারবে। যা আমাদের জিডিপিতে একটা বিশাল অবদান রাখবে।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নাব্যতা সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে লক্ষ্মীপুরে মেঘনায় আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না। এখানকার আহরিত ইলিশের ৭০-৮০ শতাংশই সামুদ্রিক ইলিশ। তবে কয়েকদিনের বৃষ্টিতে নদীর পানি বাড়ায় এখন কিছুটা পাওয়া যাচ্ছে। ডুবোচরগুলো চিহ্নিত করে খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বলা হচ্ছে। তা ছাড়া মেঘনায় ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, জেলায় চলতি বছর ২৮ হাজার ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকারের সঙ্গে ৫১ হাজার ১২১ জেলে জড়িত। সরকার নিবন্ধিত জেলের সংখ্যা ৪৬ হাজার ৪৯ জন। এর মধ্যে আইডি কার্ডের আওতায় রয়েছে ৪০ হাজার ৯৫৫ জন। এ ছাড়া সমুদ্রগামী ২ লাখ ১৫ জন জেলে রয়েছে। জেলার চারটি উপজেলায় ২৬টি ইলিশের মাছঘাট রয়েছে। তারা সবাই মেঘনায় মাছ শিকার করে এ ঘাটে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। অভয়াশ্রম মৌসুমে সরকারি ভিজিএফ’র চাল বিতরণ করা হলেও প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছে বলে দাবি তাদের।

এসজি

Header Ad
Header Ad

আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না : খালেদ মাহমুদ সুজন

আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না : খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। সর্বশেষ মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর এই প্রসঙ্গ আবার আলোচনায় এসেছে।

২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলে ফুলের তোড়া হাতে নিয়ে হাসিমুখে বিদায় নিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। একইভাবে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায় নিয়েছিলেন মোহাম্মদ রফিক। কিন্তু এরপর থেকে দুই দশকের বেশি সময়েও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মাঠ থেকে আনুষ্ঠানিক বিদায়ের দৃশ্য দেখা যায়নি।

এ প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজন বলেন, “ওদের ক্যারিয়ার বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ ছিল। মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ ওদের প্রাপ্য ছিল। যারা ভালোবেসেছে ও সমর্থন দিয়েছে, তারাও চাইত গ্যালারি ভরা দর্শকের হাততালির মধ্যে তারা বিদায় নিক। কিন্তু সেই সুযোগটা আর হলো না। কেন মাঠে অবসর নেয়নি, সেটা ওরাই ভালো বলতে পারবে।”

অনেকে মনে করেন, বোর্ডের পরিকল্পনার অভাবের কারণেই এমনটা ঘটছে। তবে সুজন এই দাবির সঙ্গে একমত নন। তিনি বলেন, “যখন আমি অবসর নিয়েছিলাম, আগেই জানিয়েছিলাম সেটাই আমার শেষ ম্যাচ। কিন্তু যদি কেউ না জানায়, বোর্ড বুঝবে কীভাবে? ক্রিকেটাররা আগেই বললে বোর্ডও সম্মানজনক বিদায়ের ব্যবস্থা করতে পারে।”

সম্প্রতি মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে এবং মাহমুদউল্লাহ সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাদের এমন সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই মনে করছেন সুজন। তার মতে, “ওরা চাইলে হয়তো আরও কিছুদিন খেলতে পারত। কিন্তু মাঠ থেকে বিদায় নিলে সেটা আরও স্মরণীয় হয়ে থাকত।”

মাঠ থেকে বিদায় নেওয়ার সংস্কৃতি গড়ে তোলা না গেলে ভবিষ্যতেও এই ধরনের পরিস্থিতি চলতেই থাকবে বলে মনে করছেন অনেকেই।

Header Ad
Header Ad

উপদেষ্টা মাহফুজ শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন : জামায়াত

উপদেষ্টা মাহফুজ শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন : জামায়াত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৩ মার্চ এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, মাহফুজ আলম গত ১২ মার্চ ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে, “জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল।” মিয়া গোলাম পরওয়ার এ বক্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা আখ্যা দিয়ে বলেন, মাহফুজ আলম জামায়াত সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আসলে একটি প্রতিবেশি দেশের গুপ্তচর শাহরিয়ার কবিরদের ভাষার অনুকরণ।

তিনি আরও বলেন, মাহফুজ আলমের উচিত স্মরণ রাখা যে, তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে এমন মন্তব্য করার অধিকার তার নেই। এমন মন্তব্য দিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করেছেন।

মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন যে, শেখ মুজিবুর রহমানের সময় গঠিত তদন্ত কমিশনেও জামায়াতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি অধ্যাপক গোলাম আযম সুপ্রিম কোর্টে নির্দোষ প্রমাণিত হয়ে নাগরিকত্ব ফিরে পেয়েছিলেন।

তিনি আরও বলেন, শাহবাগে গণজাগরণ মঞ্চের প্রভাবিত বিচার এবং স্কাইপ কেলেঙ্কারি, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য এবং সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীর বক্তব্য এই বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী আহলে সুন্নত আল জামায়াতের অনুসারী এবং এর আক্বিদার বিষয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। জামায়াতে ইসলামী স্বাধীনতার পর থেকেই দেশের বিভিন্ন ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আসছে।

মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন যে, মাহফুজ আলম তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন।

Header Ad
Header Ad

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

শফিউল আজম টুটুলকে আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান মানিককে সদস্য সচিব করে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন দেন।

কমিটির অন্যান্য নেতারা হলেন, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল,মো. জাহাঙ্গীর আলম গুলজার, শামিম নুর আলম শিপলু,মো. মাহমুদ হাসান,গোলাম মোস্তফা তাতু,আলম তাজ তাজু,মো. মিজানুর রহমান রনি, মো. মামুনুর রশিদ,আব্দুল্লাহ আল মামুন শিমুল,হাসিবুর রহমান প্লাবন,মো. নূর নবী,মো. আব্দুল বারী তুহিন,মো. রাগিব শাহরিয়ার কৌশিক,মো. শহিদুজ্জামান সৌরভ,মো. ফারহিম ইসলাম মুন্না।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এছাড়া সদস্যরা হলেন, আব্দুল বারী হিরা, মহসিন আলী,মুশফিকুর রহমান সুজন চৌধুরী,মেহেদী হাসান পলাশ,মো. হেলাল উদ্দিন,আরিফুল ইসলাম বাপ্পী,স্বাধীন সরদার,কে এম রাব্বি রিফাত স্বচ্ছ,মো. সুরুজ সরকার,মো. মামুনুর রশিদ বুলেট,মো. মাসুদ রানা,মো. শাহরিয়ার হক রাজু,মো. সালমান ফারসী রাজ,মো. শামীম হোসেন, মো. ইস্রাফিল আলম তিতাস,মো. রায়হানুল ইসলাম রিপন,মো.শামস বিন আইয়ুব,মো. আশাদুল ইসলাম,মো. রুহুল আমিন মল্লিক,মো. ইশতিয়াক আহমেদ মিনার,মো. এনামুল হক (দপ্তরের দায়িত্বে),মো. রাকিন হোসেন (সহ-দপ্তরের দায়িত্বে),মো. পাঠান মুরাদ,মো. আশিক আহমেদ শাওন,মো. সবুজ হোসেন,মো. ডলার,শ.ম. আলেফ হোসেন সুমন,মো. শহীদুজ্জামান মুরাদ,মো. রিপন রেজা, এ্যাড, আলতাফ হোসেন উজ্জল,সোহেলী আক্তার শুভ,সোহাগ কুমার কর্মকার,মোঃ ওমর ফারুক (ওমর),মো. স্বাধীন আহমেদ।

 

ছবি : ঢাকাপ্রকাশ

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না : খালেদ মাহমুদ সুজন
উপদেষ্টা মাহফুজ শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন : জামায়াত
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
শিশু আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস
‘২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে’
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার
শুক্রবার থেকে বন্ধ হচ্ছে দেশের সব পর্ন ওয়েবসাইট
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসা নিয়ে যা বলল হামাস
গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরতর করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্ত্রীসহ সাবেক বিজিবি প্রধান সাফিনুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা
আছিয়ার মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হবে
ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল
ধর্ষণের হুমকি পেলেন ভাইরাল কন্যা ফারজানা সিঁথি, অতঃপর...
যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
নওগাঁ মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্র বন্ধ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি
চুয়াডাঙ্গায় ১ লাখ ৪৭ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল
টাঙ্গাইলে ‘বঙ্গবন্ধু সেনানিবাস ও বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র নাম পরিবর্তন