সব হাসপাতালে সাপের অ্যান্টিভেনম রাখার আহ্বান ডিসির
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান সাপের বিষ নিষ্ক্রিয় করার অ্যান্টিভেনম সরকারি হাসপাতালে পাশাপাশি প্রাইভেট হাসপাতালে রাখার আহ্বান করেছেন। সরকারি হাসপাতালে কোন কারণে সেবা না পেলেও যাতে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়।
তিনি বলেন, গত ১৮ আগস্ট বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্র আরিফুল ইসলামকে (১২) বিষধর সাপে কামড়ানো নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে আসে তার পরিবার। কিন্তু সেখানে অ্যান্টিভেনম না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু পথে যানজটের কারণে চট্টগ্রাম পৌঁছাতে কিছুটা বেশি সময় লেগে যায়। হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।
ডিসি আক্ষেপ করে বলেন, ওই সময় প্রাইভেট হাসপাতালে অ্যান্টিভেনম ভ্যাকসিন সময়মতো পেলে হয়তো ছেলেটিকে বাঁচানো যেত। ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি এসব কথা বলেন।
এসময় কমিটি সভাপতি পদে মো. হারুন-উর রশিদ, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ফয়সাল, আক্তার হোসেন স্বপন, মো. ইলিয়াছ মাহমুদ, আবদুল কুদ্দুস সুমন, সাধারণ সম্পাদক আবু জুবায়ের ভূঞাঁ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক এ এস এম রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মেদ, কোষাধ্যক্ষ মো. শাহ জালাল খান, ক্রীডা ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সহ-ক্রীডা ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক জহিরুল হক মিলন, সদস্য এ এস এম আনোয়ারুল করিম ফারুক, মনিরুল ইসলাম বাবু, গোলাম মর্তুজা টিপু, আবদুল মন্নান, সিরাজুল ইসলাম পাটোয়ারী, কেফায়েত উল্যাহ চৌধুরী, আলমগীর আলম হাজারী তপু, মো. হেলাল উদ্দিন, মো. রাজীব চৌধুরী, মো. সালেহ উদ্দিন হায়দার সায়েম, মাঈন উদ্দিন সোহাগ, প্রনব দেবনাথ, জয়নাল আবেদীন, শেখ আবদুল্লাহ দুলাল, ফুলগাজীর বাসুদেব দাস ও মেহেদি হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটি এসময় জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে নেতৃবৃন্দ ফেনীর সিভিল সার্জন ডা. রফিকুস সালেহীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এএজেড