'মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করতে হবে'
ফেনী জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরান বলেছেন, নদীমাতৃক আমাদের বাংলাদেশ। এক সময়ে নদী-নালা, খাল-বিল, হাওর ও প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তখন আমাদের বলা হতো মাছে ভাতে বাঙালি। বর্তমানে নানা কারণে আমাদের নদী-নালা, খাল-বিল ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ সংরক্ষণে দেশের জনগণের মাঝে বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে। তাতে আমাদের মৎস্য আমিষের যোগান সহজতর হবে।
দেশের খাল-বিল, মজা পুকুরে প্রত্যেকে যদি মৎস্য পোনা অবমুক্ত করি, আমাদের মাছের ঘাটতি পূরণ হবে। ফেনী জেলা জজ আদালতের আঙ্গিনায় অবস্থিত পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ৩টায় মৎস্য পোনা অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ, যুগ্ম জেলা ও দায়রা জজ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও অন্যান্য বিচারকবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ও আদালতের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এএজেড