হাতিরঝিলে ১৬ দিনব্যাপী ‘লাল সবুজের মহোৎসব’
বিজয়ের প্রথম মাসের প্রথম দিন ১ ডিসেম্বর থেকে রাজধানীর হাতিরঝিলে শুরু হচ্ছে ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় ১৬দিনব্যাপী আয়োজিত হচ্ছে এ উৎসব। উৎসবের সার্বিক তত্ত্বাবধানে আছে ওয়ান জিরো কমিউনিকেশন্স।
রাজধানীর হাতিরঝিল এমফিথিয়েটারে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ১৬ দিনব্যাপী এ মহোৎসবের অনুষ্ঠানগুলো। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত।
বুধবার হাতিরঝিল এমফিথিয়েটারে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে এই বর্ণিল আয়োজন। উৎসবটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিদিন উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। সভাপতিত্ব করবেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।
উদ্বোধন শেষে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কৌশিক হোসেন তাপসসহ নাটক-সিনেমা ও গানের শতাধিক শিল্পী। এ পর্বে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিশেষ তথ্যচিত্র। উদ্বোধনী আয়োজন শেষে থাকছে চোখ ধাঁধানো আতশবাজি।
আগামীকাল বৃহস্পতিবার ২য় দিন থেকে পর্যায়ক্রমে আরও থাকবে দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের প্রায় প্রতিটি শাখার স্বনামধন্য প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠানমালা।
স্ব-স্ব পরিবেশনা নিয়ে এতে উপস্থিত থাকছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ, রবীন্দ্র, নজরুল, লোকসংগীত, আধুনিক ও ব্যান্ডসংগীতের স্বনামধন্য শিল্পীবৃন্দ।
নৃত্য, মঞ্চনাটকের পাশাপাশি থাকছে চলচ্চিত্র তারকাদের বিশেষ পরিবেশনা। থাকবে শিশু-কিশোর ও বিশেষ শিশুদের (প্রতিবন্ধী) পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্বাধীনতার ৫০ বছরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্মানিত নারীদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠান থাকছে। বিভিন্ন বাহিনীর সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও থাকছে।
উৎসবের শেষ দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে থাকছে মেগা কনসার্ট। যাতে উপস্থিত থাকবেন দেশসেরা ব্যান্ড ও একক শিল্পীরা।
১৬ দিনের কর্মসূচি:
১ ডিসেম্বর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি;
২ ডিসেম্বর: শিশু-কিশোর ও বিশেষ শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান;
৩ ডিসেম্বর: নারীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান;
৪ ডিসেম্বর: নজরুল উৎসব;
৫ ডিসেম্বর: রবীন্দ্র উৎসব;
৬ ডিসেম্বর: নৃত্য উৎসব;
৭ ডিসেম্বর: অঞ্চলভিত্তিক অনুষ্ঠান-ঢাকা ও ময়মনসিংহ বিভাগ;
৮ ডিসেম্বর: অঞ্চলভিত্তিক অনুষ্ঠান-চট্টগ্রাম ও রংপুর বিভাগ;
৯ ডিসেম্বর: অঞ্চলভিত্তিক অনুষ্ঠান-রাজশাহী ও বরিশাল বিভাগ;
১০ ডিসেম্বর: অঞ্চলভিত্তিক অনুষ্ঠান-খুলনা ও সিলেট বিভাগ;
১১ ডিসেম্বর: সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠান;
১২ ডিসেম্বর: লোকসংগীত;
১৩ ডিসেম্বর: চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠান;
১৪ ডিসেম্বর: মঞ্চনাটক;
১৫ ডিসেম্বর: কনসার্ট;
১৬ ডিসেম্বর: রাষ্ট্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি।
আরইউ/এএন