সেনবাগে ১০ টাকার চাল আত্মসাতের অভিযোগ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাউল কার্ডধারীদের মধ্যে বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে ডিলার কুতুবউদ্দিনের বিরুদ্ধে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন। ৫৩/২০২২ নম্বর স্বরকে এক পত্রে ব্যবস্থা গ্রহণের ওই লিখিত অভিযোগটি দেওয়া হয়।
লিখিত অভিযোগে বলা হয়েছে,সরকার এলাকার অসহায় ও নিরিহ লোকজনের জন্য ১০ টাকা মূল্যের ৩০ কেজি করে চাউল বিতরণ করার জন্য কুতুবউদ্দিনকে খাদ্য বান্ধব ডিলার হিসাবে নিয়োগ প্রদান করে। কিন্তু ডিলার কুতুবউদ্দিন ১০ জন কার্ডধারীর নাম অন্তর্ভুক্ত করে ওই কার্ডগুলো নিজের নিকট রেখে দেয়। কিন্তু কার্ডধারীরা বিষয়টি অবহিত ছিল না। ডিলার ওই কার্ডের চাউল উত্তোলন করে আত্মসাৎ করে অন্যত্রে বিক্রি করে দেয়। সম্প্রতি কার্ডগুলোর অনলাইন কার্যক্রম শুরু হলে ডিলার কুতুবউদ্দিন নিজেই কার্ডগুলো অনলাইন করাতে গেলে বিষয়টি ধরা পড়ে। এরপর চেয়ারম্যান ওই ১০ জন কার্ডধারীকে তার কার্যালয়ে ডেকে আনলে তারা তাদের নামে ১০ টাকা মূল্যের চাউলের জন্য কার্ড ইস্যু হয়েছে বলে কিছুই জানেন না বলে অভিযোগ করেন। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন অসহায় ও দুস্থদের চাউল আত্মসাতের প্রতিকার চেয়ে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক খাদ্য অধিদপ্তর ঢাকা, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নিকট লিখিত অভিযোগে দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার কুতুবউদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তিনি নিয়মতান্ত্রিকভাবে রেজিস্ট্রার খাতায় স্বাক্ষর নিয়ে কার্ডধারীদের নিকট চাউল বিতরণ করেছেন।
তবে তিনি (ডিলার) চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ভোটের সময় তিনি চেয়ারম্যানের পক্ষে ভোট না দেওয়ায় তিনি প্রতিশোধ পরায়ন হয়ে মিথ্যা অভিযোগ দায়ের করে তাকে হয়রানির চেষ্টা করছেন।
এ বিষয়ে অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার কুতুবউদ্দিন ২০২০ সাল থেকে ৩০জন কার্ডধারীকে চাউল না দিয়ে ওই কার্ডের চাউল নিজে উত্তোলন করে আত্মসাতের পর বিক্রি করে দিয়েছেন। এর মধ্যে ১০ জনের তথ্য উদঘাটন করা হয়েছে। অচিরেই বাকী ২০ জনের ব্যাপারে অভিযোগ দেওয়া হবে। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও মন্তব্য করেন।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহারের বলেন, গতকাল রবিবার দুপুরে তিনি চাল আত্মসাতের বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ