দুর্নীতির মামলায় পোস্টমাস্টারের ৯ বছরের জেল
নোয়াখালীতে দুর্নীতির মামলায় শ্রীবাস চন্দ্র দে নামের বরখাস্তকৃত এক পোস্টমাস্টারকে তিনটি ধারায় ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিনটি ধারায় ২৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোশেদ খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শ্রীবাস চন্দ্র দে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকার নারায়ণ চন্দ্র দে’র ছেলে এবং দত্তপাড়া ডাকঘরের বরখাস্তকৃত পোস্টমাস্টার।
দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়,আসামি শ্রীবাস চন্দ্র দে ছয়জন আমানতকারীর কাছ থেকে ৩৮ লাখ ২৭ হাজার টাকা গ্রহণপূর্বক পাশ বইতে লিপিবদ্ধ করলেও সরকারি কোষাগারে জমা দেননি। এ টাকা আত্মসাৎ করায় দণ্ডবিধি ৪০৯/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় কমিশনের অনুমোদন নিয়ে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জনাব সুবেল আহমেদ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, রায় প্রচারকালে আসামি আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানামূলে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসআইএইচ