শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

যে জাদুর কাঠিতে দেশসেরা রাজশাহী কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাঙ্কিং ২০১৮ এর ফলাফলে আবারও দেশসেরা নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। ২০১৫ সাল থেকে টানা চতুর্থবারের মতো দেশসেরা হবার গৌরব অর্জন করেছে শ্রেষ্ঠ এই বিদ্যাপিঠ। এই সফলতাকে সামনে রেখে বুধবার (৭ সেপ্টেম্বর) মিষ্টি বিতরণ ও র‌্যালির মধ্য দিয়ে আনন্দ উদযাপন করা হয়েছে। ধারাবাহিক এই সফলতায় সর্বত্রই রাজশাহী কলেজের প্রশংসা ছড়িয়েছে। অনেকেই এই সফলতার পেছনের রহস্য খুঁজছেন।

ঢাকা প্রকাশকে সেই সফলতার রহস্য উন্মোচন করেছেন, ধারাবাহিক সাফল্যের মূল কারিগর হিসেবে পরিচিত রাজশাহী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান। তিনি আধুনিক রাজশাহী কলেজের রূপকার হিসেবেও পরিচিত। ২০১৪ সালের আগস্টে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বদলে যেতে থাকে রাজশাহী কলেজের শিক্ষা পরিবেশ। শিক্ষার্থীদের প্রণোদিত করতে ব্যক্তিক্রমি নানা উদ্যোগে প্রশংসিত তিনি। তিনি ২০২১ সালে ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। আর এই সময়ের মধ্যেই টানা চার বারের শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে রাজশাহী কলেজ।

রাজশাহী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক মোহা. হবিবুর রহমান বলেন, ২২ হাজার শিক্ষার্থীকে অকাতরে সময় দিয়েছে। ২৪ ঘন্টা শিক্ষার্থীদের নিয়ে ভেবেছি। খাওয়া-দাওয়া, বিশ্রাম ছেড়ে শিক্ষার্থীদের সময় দিয়েছি। আমি অধ্যক্ষ হিসেবে যখন ক্লাস নিচ্ছি, অধ্যক্ষ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, অধ্যক্ষ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তখন কিন্তু অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা বসে থাকতে পারে না। এটি ছিলো আমার এক নম্বর মন্ত্র।

তিনি বলেন, আরেকটি মন্ত্র হলো- 'শিক্ষার্থীরা নিজেরা কথা বলতে শিখবে, অনুষ্ঠান করতে শিখবে, স্বাবলম্বী হবে' এই জন্য ৫০ টা সহ-শিক্ষা সংগঠন তৈরি করেছিলাম। এই সংগঠনের ছায়া তলে হাজার হাজার শিক্ষার্থীরা আসছেন। শিক্ষার্থীরা বলছেন, আগে যে স্টেজে কথা বলতে ভয় পেতাম, ইংরেজিতে কথা বলতে ভয় পেতাম তা এখন আর পাই না। শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, তা এখন পারছি। শিক্ষার্থীদের এই প্লাট ফরমা তৈরি করে দিয়েছে। তারা নিজেরাই ইতিবাচকভাবে বদলে যেতে শিখেছে।

অধ্যাপক মহা. হবিবুর রহমান বলেন, বর্তমান অধ্যক্ষ এই কলেজেরই উপাধ্যক্ষ ছিলেন। তিনি সুচারুভাবে কাজ করে যাচ্ছেন। আর রাজশাহী কলেজের সুমহান অধ্যক্ষ ও পন্ডিত যারা ছিলেন, তারা যে স্থান সৃষ্টি করে দিয়ে গেছেন বা যে মান-মর্যাদা সৃষ্টি করে গেছেন, তা কোন অধ্যক্ষের দ্বারা সম্ভব হবে না রষাতলে নিয়ে যাওয়ার। বর্তমান অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক তিনিও নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস তার নেতৃত্বে রাজশাহী কলেজ উত্তোরত্তোর সমৃদ্ধি অর্জণ করবে।

রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, রাজশাহী কলেজের ধারাবাহিক সাফল্যের পেছনে প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহা. হবিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বের বড় ভূমিকা রয়েছে। রাজশাহী কলেজকে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। শিক্ষক-শিক্ষার্থীর সর্ম্পককে সুদৃঢ় করেছেন। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। পুরো ক্যাস্পাসকে শিক্ষার্থীবান্ধব করে সাজিয়েছেন। শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ, শৃঙ্খলাবোধ জাগ্রত করেছেন। শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদানে উৎসাহিত করেছেন। আর এসব কারণেই রাজশাহী কলেজ শ্রেষ্ঠ ও মডেল বিদ্যাপিঠ হিসেবে পরিচিতি পাচ্ছে। এই শিক্ষকের শূণ্যতাও পরতে পরতে অনুভব করেন শিক্ষার্থীরা।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক বলেন, রাজশাহী কলেজ সব সময় শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তনের কথা ভাবে। শিক্ষক-শিক্ষার্থীদের সর্ম্পক ও মেধার উৎকর্ষতা সাধনে কলেজ প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। আজকের এই সাফল্যের পেছনে সাবেক অধ্যক্ষের বড় একটি ভূমিকা রয়েছে। সে ধারাবাহিকতা রক্ষা করে সাফল্যের মাত্রাকে আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস রুমসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করা হচ্ছে। রাজশাহী কলেজের এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সহশিক্ষা সংগঠনের নেতৃত্ব, শুভাকাঙ্খী ও স্থানীয় জনপ্রতিনিধিদের ইতিবাচক প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টার মধ্য দিয়ে সাফল্যের এই ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাঙ্কিং ২০১৮ এর ফলাফলে ২০১৫ সাল থেকে টানা চতুর্থবারের মতো দেশসেরা হবার গৌরব অর্জনে মিষ্টি বিতরণ ও র‌্যালির মধ্য দিয়ে আনন্দ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজশাহী কলেজের আয়োজনে বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টায় আনন্দ র‌্যালির আয়োজন করা হয়। রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চ থেকে শুরু হয়ে আনন্দ র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক, প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ড.পিযুষ কান্তি ফৌজদারসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
এএজেড

Header Ad
Header Ad

টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টি, তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই পরিস্থিতিতে শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি হতে পারে। রোববারও একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে।

সোমবার সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

মঙ্গলবার ও বুধবারও দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বুধবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে এবং তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এ সময়ে জনসাধারণকে সচেতন থাকতে এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সরফরাজ হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। ফেডারেশন তার পদত্যাগপত্র গ্রহণ করেছে, যা ১০ এপ্রিল থেকে কার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে। তবে দুই পক্ষের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, পদত্যাগ কার্যকর হলেও আরও তিন মাস দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে বাফুফেতে যুক্ত থাকবেন তিনি।

সিএফও সরফরাজের পরিবর্তে এখন থেকে বাফুফের ব্যাংকিং সংক্রান্ত বিষয় এবং আন্তর্জাতিক সংস্থা ফিফা, এএফসি ও সাফের সঙ্গে আর্থিক যোগাযোগ করবেন ফিন্যান্স বিভাগের আরেক কর্মকর্তা সৈয়দ আমিরুল।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নির্বাহী কমিটির সকল সদস্যকে বিষয়টি একটি বার্তার মাধ্যমে জানিয়েছেন।

উল্লেখ্য, প্রশাসনিক কাঠামোয় বাফুফের সাধারণ সম্পাদকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো প্রধান অর্থ কর্মকর্তার। এই দুই পদের জন্যই বাফুফেকে প্রতি মাসে প্রায় আট লাখ টাকা ব্যয় করতে হয়। দীর্ঘদিন ধরেই এই পদটি ঘিরে বাফুফে নানা সমস্যার মধ্যে রয়েছে।

২০২৩ সালের ১৪ এপ্রিল বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। এরপর আর্থিক অনিয়ম নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ফেডারেশন। তদন্ত চলাকালে প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন পদত্যাগ করেন। এরপরই সরফরাজ হাসান সিদ্দিকীকে দায়িত্ব দেন তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিন। কয়েক মাসের মধ্যেই তাকেও পদত্যাগ করতে হলো, যা বাফুফের প্রশাসনিক অস্থিরতার ইঙ্গিত বহন করে।

Header Ad
Header Ad

ভর্তুকি মূল্যে পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে পাটের তৈরি ব্যাগ সরবরাহ করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার আওতায় ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়া হবে। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করা হবে।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে “প্লাস্টিক দূষণ রোধে করণীয়” শীর্ষক সেমিনার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, পাটের ব্যাগ ব্যবহারে জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম হাতে নেওয়া হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে পাটের ব্যাগ উৎপাদন সম্প্রসারণ করা হবে। এ কার্যক্রমে জেডিপিসি, এসএমইএফ ও জয়িতা ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, “প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার আমাদের নিজেরাই বন্ধ করতে হবে। ‘প্লাস্টিকের বিকল্প নেই’—এই ধারণা ভুল। সরকারের উদ্যোগগুলো রাতারাতি বাস্তবায়ন সম্ভব না হলেও ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আরও বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউনিডোর বাংলাদেশ প্রতিনিধি ড. জাকি উজ জামান, ঢাকা মেডিকেল কলেজের ড. আফিয়া শাহনাজ, এবং বুয়েটের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।

উপদেষ্টা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দ দূষণমুক্ত হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টি, তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
ভর্তুকি মূল্যে পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে : পরিবেশ উপদেষ্টা
রবিবার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ভারত: রিজভী
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালই যেন নিজেই অসুস্থ!
জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়: জিএম কাদের
প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে পরিচালক সৃজিত মুখার্জি
জুলাই গণঅভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
নিখোঁজের ১৪ ঘণ্টা পর সেই শিশু সেহেরিশের লাশ উদ্ধার
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে সরকার
লাল কাপড়ে ঢাকা হবে দেশের সব পলিটেকনিকের ফটক
৬০ বছর বয়সে বিয়ে করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ
চুয়াডাঙ্গা সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ
ফয়জুল করীমকে বরিশালের মেয়র ঘোষণার দাবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
গোবিন্দগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আটক