সরকার পতনের লড়াই শুরু হয়ে গেছে
নারায়ণগঞ্জে যুবদল কর্মী নিহতের ঘটনায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে নওগাঁ জেলা বিএনপি। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে নওগাঁ শহরের তাজের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জগদ্দল পাথরের মতো জাতির কাঁধে বসে আছে। রাতের আঁধারে ভোট করা সরকারের জনগণের প্রতি কোনো ভালোবাসা নেই। তাদের একটাই লক্ষ্য যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতেই হবে। এ সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন বলেন, সরকারের পতনের লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াইয়ের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। জনগণকে সাথে নিয়ে এই খেলায় বিএনপি জয়ী হবে।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, একাত্তর সালের মতো আরও একটি যুদ্ধ সামনে। এই যুদ্ধে নেতৃত্ব দেবে বিএনপি। এই যুদ্ধে বিএনপি জনগণকে সাথে নিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে। সরকারের পতন নিশ্চিত করতে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে লড়াই করতে হবে।
এর আগে বিকেল ৫টায় নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ব্রিজের মোড় হয়ে তাজের মোড় সমাবেশ স্থলে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা চলাকালে গত বুধবার দুপুরে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন যুবদল নেতা শাওন প্রধান।
টিআর