নাটোরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে জখম
নাটোরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন শামিম হোসাইন নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নাটোর সরকারি বালিকা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
শামিম হোসাইন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা এবং মকিমপুর এলাকার আনছার আলী মন্ডলের ছেলে।
জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, বৃহস্পতিবার সকালে শহরের আলাইপুর এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন শামিম। ওই সময়ে জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা মিছিল বের করে। শামিম নাটোর সরকারি বালিকা স্কুলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা তার উপর হামলা চালায়। এসময় শামিমের মাথা ফেটে যায়। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বলেন, বিএনপি-জামায়াত যাতে কোনো নাশকতা করতে না পারে সেজন্য মাঠে ছিলেন তারা। এর পাশাপাশি সম্প্রতি বিএনপি নেতা রহিম নেওয়াজ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কটূক্তি করে বক্তব্য দেন। ওই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। তবে তাদের কোনো নেতা-কর্মী কাউকে মারধর করেনি।
এসজি