পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ গার্মেন্টসকর্মী
চলন্ত প্রাইভেটকারের দরজা খুলে পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়েছেন নুরুজ্জামান (৩৮) নামের এক গার্মেন্টস শ্রমিক। সোমবার (১৫ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত পদ্মা নদীতে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে নৌ-পুলিশ।
নিখোঁজ নুরুজ্জামানের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায়। তিনি ঢাকার ডেমরা এলাকার একটি গার্মেন্টস কোম্পানিতে আয়রনম্যান পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিতে না পেরে ঝাঁপ দিয়েছেন তিনি। এর আগে সকালে টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য ১৩ হাজার টাকায় একটি প্রাইভেটকার ভাড়া করে ওমর ফারুক নামের একজনকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন নুরুজ্জামান। পথে ঢাকার শাহবাগ থেকে ফুলের তোড়া কিনেন তারা। টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর দীর্ঘ সময় চেষ্টা করেন তিনি। কিন্তু বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেওয়ার জন্য অনুমতি কার্ড না থাকায় সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর পদ্মা সেতু দিয়ে ফেরার পথে চলন্ত গাড়িটি কিছুটা ধীর গতিতে সেতু পার হচ্ছিল। এ সময় হঠাৎ গাড়ির দরজা খুলে পদ্মা সেতু থেকে ঝাঁপ দেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা সহকর্মী ওমর ফারুক জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিলে মাওয়া নৌ-পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওহিদুজ্জামান জানান, এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারের কাজ চলছে। বর্তমানে প্রাইভেকারসহ চালক আজিজুল ও বন্ধু ওমর ফারুক আমাদের কাছে রয়েছে। তবে সমাধিতে ফুল দিতে না পেরে সেতু থেকে ঝাঁপ দেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। মূল কারণ জানার চেষ্টা চলছে।
এসআইএইচ