‘সংসার চালানোই কষ্টকর’

দেশে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ।
শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে ময়মনসিংহের একাধিক বাজার ঘুরে দ্রব্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে ক্রেতা-বিক্রেতার মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়াচ্ছে। তারা সিন্ডিকেট করে পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করছে। আমরা সাধারণ জনগণ তাদের কাছে জিম্মি।
ক্রেতা রফিক মিয়া বলেন, প্রতিটি জিনিসের যে দাম তাতে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। স্ত্রী-সন্তান নিয়ে বেঁচে থাকাটাই এখন চ্যালেঞ্জ।
অন্যদিকে বিক্রেতারা জানান, যেসব পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে আমরা সে দামেই বিক্রি করছি। কাঁচামালের দামের ব্যাপারে তারা বলেন, বাজারে পণ্যের সরবরাহ কম হলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়। আমরা তো আর লস দিয়ে বিক্রি করতে পারিনা।
মাছের বাজারে ঘুরে একই চিত্র দেখা গেছে। মাছ বিক্রেতারা বলেন, মাছের সরবরাহ আগের চেয়ে অনেক কমেছে।
মেছুয়া বাজারের ব্যবসায়ী মাসুদ রানা বলেন, চাহিদার তুলনায় সরবাহ না হলে আমাদের তো কিছু করার থাকে না, আমরা ইচ্ছে করে কখনো দাম বাড়ায় না।
সাধারণ মানুষের চাওয়া প্রশাসন যেন নিয়মিত বাজার মনিটরিং করে এবং যারা বাজারে সিন্ডিকেট করে বাজারকে অস্থিতিশীল করে তুলছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
এসজি/
