গণপরিবহনে ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ময়মনসিংহে বর্ধিত ভাড়ায় চলছে ডিজেল ও পেট্রলচালিত গণপরিবহন। তেলের পর ভাড়া বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
রবিবার (৭ আগস্ট) সকাল থেকে নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাসস্ট্যান্ড ও পাটগুদাম বাসস্ট্যান্ড থেকে বর্ধিত ভাড়ায় গণপরিবহনসহ অন্যান্য পরিবহন চলাচল করছে।
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চলাচলকারী গেটলক সার্ভিসগুলো ২৬০ টাকা ভাড়ার সঙ্গে ৬০ টাকা বাড়িয়ে ৩২০ টাকা নিচ্ছে। ময়মননিংহ-কিশোরগঞ্জ রুটে ১২০ টাকার ভাড়া ১৫০ টাকা, ময়মনসিংহ-ভৈরব রুটে ২১৬ টাকার স্থলে ২৬৪ টাকা, নেত্রকোনা রুটে ৬৫ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৮০ টাকা।
ভাড়া বৃদ্ধিতে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বাধ্য হয়ে বর্ধিত ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে। অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিতে তারা ক্ষুব্ধ। অতিরিক্ত ভাড়া তাদের উপর বাড়তি চাপ তৈরি করছে। পরিবহন শ্রমিকরাও জ্বালানির দাম বাড়ানোর এই হারকে অস্বাভাবিক বলছেন।
এসজি/