অভিনব কায়দায় মাদক বহন, আটক ২
অভিনব কায়দায় বালিশের ভেতর বহনকালে ১৩৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
শুক্রবার (৫ আগস্ট) বিকালে শেরপুর সদর উপজেলার শিমুলতলীর দিকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের চিলমারী থানার আকন্দপাড়ার হযরত আলীর ছেলে নান্টু ও একই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে ফয়সাল আলী হৃদয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর সদরের শিমুলতলীর দিকপাড়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় প্রথমে নান্টু ও ফয়সাল আলী হৃদয়কে আটক করে র্যাবের সদস্যরা। পরে তাদের হেফাজতে থাকা অভিনব কায়দায় বালিশের ভেতর রাখা ১৩৮ বোতল ফেনসিডিল, নগদ ৪ হাজার টাকা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৭ হাজার টাকা।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে শেরপুর জেলাসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসজি/