যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সাতক্ষীরায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার (৩০ জুলাই) ভোরে সদর উপজেলার ছনকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন (২৩) উপজেলার হাড়দ্দাহ গ্রামের বাবলু পাড়ের মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জামাতা লিটন হোসেন ঢালীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিহতের পিতা বাবলু পাড় বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে হালিমার সঙ্গে লিটনের বিয়ে হয়। ওই সময় তাকে ১ লাখ ১০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। সম্প্রতি লিটন আরও ১ লাখ টাকা যৌতুক দাবি করলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।’
তিনি আরও বলেন, ‘হালিমা এই প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়ই তাকে মারধর করা হতো। ঘটনার দিন হালিমাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেয় লিটন। পরে আত্মহত্যার প্ররোচনা চালায়।’
সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারী বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় নিহতের স্বামী লিটনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।’
এসজি/