মানা হচ্ছে না রাতে ব্যবসা বন্ধ রাখার আদেশ
রংপুর জেলায় স্মরন কালের তীব্র বিদ্যুতের লোড শেডিং চলছে। জনজীবন স্থবির হয়ে পড়েছে। সরকার লোড শেডিং কমানোর লক্ষ্যে সারা দেশে রাত ৮ টার পর সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দ্দেশ দিলেও বিভাগীয় নগরী রংপুরের শপিং মল সহ বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান গুলো সেই আদেশ মানছে না। তারা গভীর রাত পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেছে। এর সাথে তালমিলিয়ে চলছে আলোক সজ্জাও চলছে সমান তালে।এ নিয়ে স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ উঠেছে।
রংপুর বিভাগীয় নগরীতে সকাল থেকে রাত পর্যন্ত এক ঘন্টা পর পর লোড শেডিং চলছে। ফলে ২৪ ঘন্টার মধ্যে নগর বাসি বিদ্যুৎ পাচ্ছে সর্ব্বচ্য ৮ থেকে ১০ ঘন্টা। এমনি অবস্থা চলার পরেও সরকারের নির্দ্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নগরীর জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানী মার্কেট, মিনি সুপার মার্কেট, সেন্টাল রোড়ের কাপড়ের মার্কেট সহ সব গুলো সুপার সপ বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান রাত ১১ টা পর্যন্ত খোলা রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
রংপুর নগরবাসির অভিযোগ, যেখানে তারা লোড শেডিংএর যাতাকলে পিষ্ট সেখানে নগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান গুলো কিভাবে গভীর রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা কেন। অনেকে বলেছেন এটা আইনের সুস্পষ্ঠ লংঘন। শুধু তাই নয় বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে আলোকসজ্জা। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় জমিন ঘুরে বিভিন্ন মার্কেট ও সুপার শপ খোলা দেখা যায়। বিশেষ করে জেলা পরিষদ সুপার মার্কেটের দোতলায় অবস্থিত মোবাইল ফোনের মার্কেটের শতাধিক দোকানের সব গুলোই খোলা দেখা যায়।
এ ব্যাপারে মোবাইল ফোনের দোকানদার আরমান জানান মানুষ দিনভর বিভিন্ন কাজে থাকে সন্ধার পর ফ্রি হয়ে মার্কেট করতে আসে। তাছাড়া তারা ব্যাংক থেকে নেয়া ঋন সহ বিভিন্ন খরচ রাত আটটা পর্যন্ত খোলা রাখলে পুরন হয়না। অপর এক দোকানের কর্মচারী মওকত আলী জানান মালিকের নির্দ্দেশে রাত ১১ পর্যন্ত দোকান খোলা রাখতে।
জেলা পরিষদ সুপার মার্কেটের প্রধান গেট বন্ধ না করে সামান্য খুলে রেখে খদ্দেরদের প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছে। একই অবস্থা জাহাজ কোম্পানী শপিং কমম্পেক্স মার্কেটে সেখানে নীচ তলা ও দোতলার বেশির ভাগ দোকান খোলা রাত সাড়ে দশটা পর্যন্ত।এখানকার ব্যবসায়ীরা গভীর রাত পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার কথা স্বীকার করে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন।
সরকারের দেয়া নির্দ্দেশনা অনুযায়ী রাত ৮ টার পর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে নির্দ্দেশ অমান্য করলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন সহ জরিমানা করার ঘোষনা দেয়া হলেও রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।
রংপুরের সাংস্কৃকিত কর্মী আবেদ মনসুর, কবি শামসুল হক সহ অনেকেই জানান, সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দিয়েছে রংপুরে কই নির্দ্দেশ বাস্তবায়নের কোন লক্ষন দেখা যাচ্ছেনা।প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়া দরকার।
নেসকোর রংপুর বিভাগীয় প্রকৌশলী শাহাদত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান জাতীয় গ্রীড থেকে চাহিদার চেয়ে কম বিদ্যুত পাওয়ায় লোড শেডিং দিতে হচ্ছে। রাত ৮ টার পর মার্কেট গুলো বন্ধ করা গেলে অনেক বিদ্যুত সাশ্রয় করা সম্ভব।
এএজেড