নির্বাচনী সহিংসতায় নিহত শিশুর মৃত্যু ভোঁতা অস্ত্রে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে সুরাইয়া আক্তার আশা নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ উঠে। তবে কোনো আগ্নেয়াস্ত্র নয় বরং ভোঁতা (লোহা) অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ।
দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. হাবিবুর রহমান ঢাকাপ্রকাশ-কে জানান, শিশুটির মাথায় ভোঁতা (লোহা) অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কোনো আগ্নেয়াস্ত্রের আঘাত পাওয়া যায়নি। এ কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত সুরাইয়ার ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঢাকাপ্রকাশ-কে জানিয়েছেন ঠাকুরগাঁও (রাণীশংকৈল সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাংবাড়ি ভি এফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের ফলাফল দেখতে যান নিহত শিশুর মা মিনারা বেগম। সেখানে ভোটের ফলাফলকে কেন্দ্র করে দু'পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে শিশুটির মৃত্যু হয়েছে দাবি করে রাত পর্যন্ত এলাকাবাসী রানীশংকৈল থানার সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
এ ঘটনায় রাতেই ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মো. মাহবুবুর রহমান ও পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহত শিশু সুরাইয়া মীড়ডাঙ্গী এলাকার মো. বাদশা মিয়ার মেয়ে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে তাকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসজি/