জামিন পেলেন মারধরে অভিযুক্ত সেই চেয়ারম্যান

ঢাকার ধামরাইয়ে এক যুবককে মারধরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান। রোববার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করে।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান মুজিবুর রহমানের ভাই লুৎফর রহমান। চেয়ারম্যান মুজিবুর রহমানের পক্ষে আদালতে শুনানি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু।
সাভারের বালিয়া ইউনিয়নের সুত্রাপুর এলাকায় ২২ নভেম্বর (সোমবার) পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার ইসরাফিল হোসেন (৩২) নামে এক যুবককে হাত-পা বেঁধে মারধর করা হয়। অভিযোগ ওঠে চেয়ারম্যান মুজিবুর রহমান ওই মারধরে সম্পৃক্ত ছিলেন। সেদিনই গ্রেফতার করা হয়েছিল মুজিবুরসহ ১১ জনকে।
/এএন
